ক্রিকেট তারকাদের সঙ্গে শোবিজ তারকাদের প্রেমের সম্পর্ক নতুন নয়। ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি গাটছড়া বেঁধেছেন বলিউড তারকা আনুশকা শর্মার সঙ্গে, অন্যদিকে আথিয়া শেঠির সঙ্গে জুটি বেঁধেছেন কে এল রাহুল। একসময় চুটিয়ে প্রেম করেছেন তারা। এরপর সংসার জীবনের প্রবেশ। বেশ সুখেই আছেন তারা।
বলিউড পাড়া ও ক্রিকেট অঙ্গনে একসময় চর্চিত নাম পাকিস্তানের ক্রিকেটার ইমরান খান ও চিরসবুজ অভিনেত্রী রেখা। শোনা যায় পাকিস্তানের সাবেক অধিনায়ক ও রাজনীতিবিদ ইমরান খানের সঙ্গেও নাকি প্রেম ছিল এ নায়িকার। এক সময় চুটিয়ে প্রেম করছেন। একবার তো ইমরানকে রেখার বাড়িতেও দেখা গিয়েছিল।

ইমরান খানের সবেমাত্র পাকিস্তানের জার্সিতে অভিষেক হয়েছে। ক্রিকেট দক্ষতার পাশাপাশি তার সৌন্দর্যে কাবু অগণিত নারী ভক্ত। ভারত-পাকিস্তান চির প্রতিদ্বন্দ্বী হলেও ভারতে তার ভক্ত সংখ্যা নেহাতই কম ছিল না। ভারতে গেলেই দেখা যেত পাশেপাশে থেকেছেন অভিনেত্রী রেখা। স্বাভাবিকভাবেই তাঁদের সম্পর্ক নিয়ে কানাঘুষা শুরু হয়। প্রশ্ন উঠতে থাকে, তারা কি শুধুই বন্ধু, নাকি এর চেয়েও বেশি কিছু?
শোনা যায়, অভিনেত্রীর মায়েরও বেশ পছন্দ ছিল সুদর্শন এই ক্রিকেটারকে! এমনকি তিনি নাকি এক জ্যোতিষীর কাছে গিয়েছিলেন জানতে, ইমরান তার মেয়ের জন্য উপযুক্ত জীবনসঙ্গী হতে পারেন কি না। যদিও সেই জ্যোতিষী কী বলেছিলেন তা আজও রহস্য।

তাদের ঘনিষ্ঠতা নিয়ে যত আলোচনা হোক, পত্রপত্রিকায় যতই তাদের নিয়ে লেখালেখি হোক, সম্পর্ক নিয়ে কোনোদিনই মুখ খোলননি তারা। বিয়ে তো দূরের কথা, প্রকাশ্যে প্রেমের স্বীকৃতিও দেননি কেউ।
ইএইচ/

