পাকিস্তান, শ্রীলংকা কিংবা নেপালের অনেক অভিনয়শিল্পী বলিউড কাঁপিয়ে বেড়াচ্ছেন। কিন্তু পাশের দেশ হিসেবে বাংলাদেশিদের জন্য বলিউড যেন অসম্ভব এক কল্পনা। সেখানে ঢালিউড অভিনয়শিল্পীদের কদর নেই বললেই চলে। তবুও এর ভেতর কয়েকজন আছেন যারা নামমাত্র বলিউডের সিনেমায় অভিনয় করেছেন।
শাবানা:
বিজ্ঞাপন
ঢাকাই চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় অভিনেত্রী শাবানা। ‘শক্র’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। ১৯৮৬ সালে মুক্তি পায় এটি। ভারত-বাংলাদেশ যৌথ-প্রযোজনায় নির্মিত সিনেমাটি পরিচালনা করেন প্রমোদ চক্রবর্তী। এতে রাজেশ খান্নার বিপরীতে অভিনয় করেন শাবানা। এছাড়াও অভিনয় করেন গোলাম মোস্তফা ও সৈয়দ হাসান ইমাম। আর ডি বর্মণের সংগীত পরিচালনায় লতা মঙ্গেশকর, আশা ভোঁসলের পাশাপাশি গানে কণ্ঠ দেন অ্যান্ড্রু কিশোর। ১৯৮৪ সালে মুক্তি পাওয়া টলিউডের রঞ্জিত মল্লিক অভিনীত ‘শত্রু’ সিনেমার রিমেক ছিল এটি।
ববিতা:
বাংলাদেশের শিল্পীদের মধ্যে প্রথম বলিউডের সিনেমায় অভিনয় করেন ববিতা। ‘গেহরি চোট’ সিনেমার মাধ্যমে হিন্দি ভাষার সিনেমায় নাম লেখান ববিতা। পরবর্তী সময়ে বাংলা ভাষায় ‘দূরদেশ’ নামে মুক্তি পায় এটি। ১৯৮৩ সালে মুক্তি পাওয়া এ সিনেমা যৌথভাবে প্রযোজনা করে ভারত, বাংলাদেশ ও কানাডা। এটি পরিচালনা করেন ভারতের আম্বরিশ সান্যাল এবং বাংলাদেশের এহতেশাম। ববিতা ছাড়াও এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন ভারতের শশী কাপুর, শর্মিলা ঠাকুর, রাজ বাবর, পারভীন ববি, ডেভিড আব্রাহাম, নাদিম বেগ।
বিজ্ঞাপন
রোজিনা:
বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রোজিনা বলিউডের ‘আরপার’ সিনেমায় প্রথম অভিনয় করেন। এটি বাংলাদেশ-ভারত যৌথভাবে প্রযোজনা করে। ১৯৮৫ সালে মুক্তি পায় সিনেমাটি। শক্তি সামন্ত পরিচালিত অ্যাকশন ঘরানার এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে জুটি বেঁধে অভিনয় করেন মিঠুন চক্রবর্তী ও রোজিনা। এছাড়াও অভিনয় করেন ভারতের রাজেশ খান্না, মন্দাকিনী, উৎপল দত্ত, মানিক দত্ত, তরুণ ঘোষ, অসিত কুমার সেন এবং বাংলাদেশের সুমিতা দেবী, গোলাম মোস্তফা, সৈয়দ হাসান ইমাম, এটি এম শামসুজ্জামান, আহমেদ শরীফ, অমল বোস প্রমুখ।
ফেরদৌস:
চিত্রনায়ক ফেরদৌস বাংলাদেশ ও টলিউডের পাশাপাশি বলিউডের সিনেমায়ও অভিনয় করেছেন। বলিউডের ‘মিট্টি’ সিনেমায় অভিনয় করেন তিনি। ইকবাল দুররানির কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনায় সিনেমাটি ২০০১ সালে মুক্তি পায়। এতে অন্যান্য চরিত্রে অভিনয় করেন—শর্বানি মুখার্জি, রানি রাজকুমার, আরিফ জাকারিয়া, কূলভূষণ খরবন্দ, বিশাল রেড্ডি প্রমুখ।
রিয়াজ:
জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ ‘ইট ওয়াজ রেইনিং দ্যাট নাইট’ নামের সিনেমায় অভিনয় করেন। ভারত-আমেরিকার যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমাটি ইংরেজি ও বাংলা ভাষায় মুক্তি পায় ২০০৫ সালে। মহেশ মাঞ্জরেকর পরিচালিত সিনেমাটিতে রিয়াজ অভিনয় করেন সুস্মিতা সেনের বিপরীতে। সিনেমাটিতে আরও অভিনয় করেন— রিয়া সেন, ভিক্টর ব্যানার্জি, মুনমুন সেন, অতীত শাহ এবং আমেরিকার ডন মুয়েলার, স্টেফানি সিগেল।
তানজিয়া জামান মিথিলা:
মডেল তানজিয়া জামান মিথিলা বলিউডের ‘রোহিঙ্গা’ সিনেমায় প্রধান নারী চরিত্রে অভিনয় করেন। সিনেমাটি পরিচালনা করেন বলিউডের নির্মাতা ও ফটোগ্রাফার হায়দার খান। এটি রোহিঙ্গা এবং হিন্দি দুই ভাষাতে নির্মিত হয়েছে। প্রযোজনা করছে লায়ন প্রোডাকশন। এতে তার বিপরীতে অভিনয় করছেন ‘মিস্টার ভুটান’ স্যাঙ্গে। গেল বছর সিনেমাটি মুক্তি পেয়েছে ওটিটিতে।
সাদিয়া নাবিলা:
মডেল ও চিত্রনায়িকা সাদিয়া নাবিলা। ‘পেরেশান পারিন্দা’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। সিনেমাটি পরিচালনা করেন দেবেশ প্রতাপ সিং। ২০১৮ সালের মার্চ মাসে বাংলাদেশি এই তরুণীর বলিউড চলচ্চিত্রে অভিষেক হয়।
আরএসও

