সম্প্রতি আস্ট্রেলিয়াতে একটি কনসার্টে অংশ নিয়ে সংগীতকে বিদায় জানানোর ইঙ্গিত দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান। তার এমন ঘোষণায় চমকে ওঠেন অগণিত ভক্ত-অনুরাগীরা। অনেকের মনে প্রশ্নে অস্ট্রেলিয়া থেকেই কেন অবসর নিচ্ছেন, বাংলাদেশ নয় কেন?
এবার অবসরের বিষয়ে মুখ খুললেন তাহসান। গান থেকে সরে দাঁড়ানোর খবর চাউর হতেই এ বিষয়ে গণমাধ্যমকে তিনি বলেন, ‘কনসার্ট না করার ঘোষণাটা ঠিক আছে। তবে অস্ট্রেলিয়া থেকে নয়, কনসার্টের অবসরটা আমি ঢাকা থেকে নেব। ঢাকায় একটি কনসার্ট আছে, দেশে ফিরে সেটায় অংশ নেব। আশা করছি, এটাই আমার শেষ কনসার্ট হবে।’

গলার সমস্যার কারণেই কি অবসরের ঘোষণা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, এটা একদম ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি মনে করি, যা দেওয়ার ছিল তা দেওয়া হয়ে গেছে। পেয়েছি যোগ্যতার চেয়ে অনেক বেশি। এখন একটা সাধারণজীবনে ফিরে যেতে চাই। তাই এই অবসর নেয়া।’
এর আগে রজত জয়ন্তীর বিশেষ মুহূর্ত উদ্যাপন অনুষ্ঠানে ভক্তদের উদ্দেশে তাহসান বলেন, ‘এটাই আমার লাস্ট কনসার্ট। আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটাও গুটিয়ে ফেলবো। মেয়ে বড় হচ্ছে- এখন কি দাঁড়ি রেখে স্টেজে দাঁড়িয়ে এমন লাফালাফি করতে ভালো লাগে?’
এখানেই শেষ না, তিনি যোগ করেন, ‘ইতোমধ্যে আমার সব সোশ্যাল মিডিয়া একাউন্ট ডিএক্টিভেট করে দিয়েছি।’

তাহসান খান একাধারে জনপ্রিয় গায়ক, গীতিকার, সুরকার, অভিনেতা ও উপস্থাপক। গত বছর অভিনয় থেকে সরে দাঁড়ানো বিষয়ে তিনি বলেছিলেন, আমি ২০ বছর ধরে অভিনয়ে কাজ করছি। নিজেকেই নিজের বিরতি নিতে হয়। যারা আমাকে ভালোবাসে আমার কাজ ভালো লেগেছে বলেই ভালোবাসেন। যখন মনে হয় কাজ একঘেয়েমি হয়ে যাচ্ছে, খুব একটা ভালো কাজ হচ্ছে না তখন নিজেকেই থামিয়ে দিতে হয়।
২০০৪ সালে প্রকাশিত ‘কিছু কথা’ অ্যালবামের মধ্য দিয়ে তাহসানের সংগীত জীবন শুরু হয়। এর আগে ১৯৯৮ সালে তৈরি করেন ব্যান্ডদল ‘ব্ল্যাক’। ব্যান্ড ‘ব্ল্যাক’ এর হয়ে বেশ কিছু জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন এই তারকা।
ইএইচ/

