বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ঢাকা

আগে থেকেই পরিচয়, রোজাকে কবে বিয়ের সিদ্ধান্ত নেন তাহসান? 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২৫, ১২:২৪ পিএম

শেয়ার করুন:

loading/img

গতকাল শনিবার নিজের ফেসবুকে রোজা আহমেদের সঙ্গে একটি ছবি প্রকাশ করেছেন তাহসান। সঙ্গে জুড়ে দেন নিজের গানের কয়েক লাইন। 

তাহসান লেখেন, ‘কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে, আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে? যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন, ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?’ 


বিজ্ঞাপন


সেসময় বিস্তারিত কিছু না লিখলেও পরে সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেন তাহসান। তিনি বলেন, ‘বেশ আগেই আমাদের পরিচয়। সেখানে থেকেই কথা হতো। পরে গত বছর বিয়ের সিদ্ধান্ত নিই।’

472279281_1260061988559846_5473754028778677791_n

গতকাল শনিবার সন্ধ্যায় বিয়ে সম্পন্ন করেন তাহসান-রোজা। তিনি বলেন, ‘আমাদের দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে আজ (শনিবার) বিয়ে হয়। বিয়ে করার পরই সবাইকে জানাতে চেয়েছি। যে কারণে আগে কাউকে কিছু বলিনি। শুভ কাজটা আমরা আজ সেরেছি। আমরা যেন একসঙ্গে সুন্দরভাবে পথ চলতে পারি, সেই দোয়া চাই।’


বিজ্ঞাপন


রোজা নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করছেন। তিনি একজন উদ্যোক্তা। পড়াশোনা শেষ করে তিনি কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠাতা করেন। রোজা আহমেদ প্রায় ১০ বছরের বেশি সময় ধরে বাংলাদেশে এবং যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন।

459030333_1958745524586295_2221443154729733757_n

প্রায় ১৮ বছর আগে ২০০৬ সালের ৭ আগস্ট বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাহসান খান ও অভিনেত্রী মিথিলা। ২০১৩ সালের ৩০ জুলাই তাদের ঘর আলোকিত করে আসে আইরা তাহরিম খান নামে এক কন্যা সন্তান। পরে ২০১৭ সালের ৪ অক্টোবর ফেসবুক পেজ থেকে তাহসান ও মিথিলা যৌথভাবে তাদের বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন