মাস দেড়েক আগে ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে আমেরিকার উদ্দেশে উড়াল দেন অভিনেত্রী শবনম বুবলী। সেখানে আগে থেকেই ছিলেন মেগাস্টার শাকিব খান। ইতোমধ্যেই বুবলী-শেহজাদের সঙ্গে নিয়ে মার্কিন মুলুকের বিভিন্ন স্থান ঘুরে দেখেছেন অভিনেতা। প্রমাণ মিলেছে বুবলীর ফেসবুকের পাতায়।
আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রে ঘুরে বেড়ানোর একটি রিলস ভিডিও প্রকাশ করেছেন বুবলী। ভিডিওতে দেখা যায়, মা ও পুত্র একসঙ্গে খুনসুটি করছেন। আন্যদিকে দাঁড়িয়ে ভিডিওটি তুলেছেন শাকিব খান নিজেই। ভিডিওতে ছেলে শেহজাদ খান বীর ক্যামেরার দিকে পোজ দিতে চেষ্টা করলেও, বাবা শাকিব ভিডিও করার সময় সে পুরোপুরি বুঝতে পারছে না। ভিডিওতে শাকিব খানকে না দেখা গেলেও তার কথা শোনা যায়। ছেলেকে সুপারস্টার বলে ডাক দেন শাকিব।’

ভিডিওটি প্রকাশ করে বুবলী লিখেছেন, ‘লাড্ডু বাপজান ভাবসে ছবি তোলা হচ্ছে তাই পোজ দিয়ে আছে কিন্তু স্যার এর ড্যাডি যে ভিডিও করছে লাড্ডু টা বোঝে নাই।’
অভিনেত্রীর ভিডিওটি অন্তর্জালে প্রকাশ্যে আসা মাত্রই লুফে নিয়েছেন তার অনুরাগীরা। প্রতিবেদন প্রকাশের আগ মুহূর্ত পর্যন্ত সাড়ে ১৮ হাজারের বেশি রিয়েক্ট করেছেন নেটিজেনরা। এছাড়া আড়াই হাজার মতো নেটাগরিক তাঁদের মন্তব্যে প্রকাশ করেছেন।

একজন নেটিজেন লিখেছেন,’বাংলাদেশে আর এক সুপারস্টার জন্ম নিয়েছে শেহজাদ খান বীর। অনেক অনেক শুভকামনা রইল আপনাদের সবার জন্য’। অন্য একজন লিখেছেন, ‘বুবলী-শাকিব খান বেঁচে থাকুক হাজারো ভালোবাসার মাঝে। দোয়া করি আল্লাহ আপনাদের সুখী জীবন দান করুক। মনের থেকে অনেক অনেক দোয়া রইল বুবলী এবং শাকিব খানের আর ছোট বাপজানের জন্য।’
ইএইচ/

