শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফের শাকিবের ছবি প্রকাশ করলেন বুবলী, সঙ্গে ছেলে

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৫, ১১:৪৮ এএম

শেয়ার করুন:

ফের শাকিবের ছবি প্রকাশ করলেন বুবলী, সঙ্গে ছেলে

গত ২৪ জুলাই অভিনেত্রী শবনম বুবলী তার একমাত্র ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে ব্যক্তিগত সফরে যুক্তরাষ্ট্রে গেছেন। সেখানে মেগাস্টারের শাকিব খানের সঙ্গে পারিবারিক সময় কাটাচ্ছেন বুবলী ও তাঁর ছেলে। প্রমাণ মিলেছেন অভিনেত্রীর ফেসবুকে। 

দেশটিকে যেন একান্ত নিজেদের করে নিয়েছে বুবলী ও তাঁর ছেলে। আজ যুক্তরাষ্ট্রে থেকে নিজের ফেসবুকে শাকিব-শেহজাদের একান্ত মুহূর্তের একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী। প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে, ছেলের কাঁধে ভর দিয়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যে অবস্থিত ডিজনি ওয়ার্ল্ডের সামনে দাঁড়িয়ে আছেন মেগাস্টার শাকিব। এছাড়াও বাকি তিনটি ছবি শেহজাদের। সোশ্যাল মিডিয়ায় ছবিগুলো প্রকাশ করে ক্যাপশনে বুবলী লিখেছেন, ‘বিশ্ব ভ্রমণে বের হও। ডিজনি ওয়ার্ল্ড — ফ্লোরিডা, আমেরিকা।’ 

shakib_son_america

এর আগে গত ৩ আগস্টা নিউইয়র্কে শাকিব ও তাঁর ছেলে সহ প্রাক্তন স্ত্রীর ঘুরে বেড়ানোর কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। ছবি ছড়িয়ে পড়ার পর সন্তানের বাবার সঙ্গে কোয়ালিটি টাইম কাটানোর একগুচ্ছ ছবি প্রকাশ করে নেটিজেনদের তাক লাগিয়ে দেন বুবলী। 

যেখানে দেখা যায় ছেলে শেহজাদ ও বুবলীকে নিয়ে নিউইয়র্কে ঘুরে বেড়াচ্ছেন শাকিব। অভিনেতার পরনে ছিল কালো টি-শার্ট। মাথায় পরেন হালকা আকাশী রঙের ক্যাপ। সাদা-কালো ট্রাউজার প্যান্ট এবং চোখে শোভা পাচ্ছে কালো চশম। অন্যদিকে ছেলে শেহজাদ খানের পরনে কালো টি-শার্ট, হালকা সাদা রঙের জিন্স প্যান্ট। 

bubly_gg_1

বলে রাখা ভালো, সম্প্রতি একান্ত ব্যক্তিগত সফরে আমেরিকায় পাড়ি দেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। আমেরিকায় যাওয়ার খবরটি নিশ্চিত করেন অভিনেতা নিজেই। সামাজিকমধ্যমে বিমানে বসা একটি ছবি ভাগ করে নেন তিনি। শাকিব যাওয়ার সপ্তাহ দুই পর ছেলে শেহজাদকে নিয়ে পশ্চিমা দেশটিতে উড়াল দেন বুবলী। 

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর