শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সালমানের পর দিশার বাড়িতে গুলি, হিন্দু ধর্মকে অপমানের খেসারত! 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৩ এএম

শেয়ার করুন:

সালমানের পর দিশার বাড়িতে গুলি, হিন্দু ধর্মকে অপমানের খেসারত! 

সালমান খানের পর এবার গুলি চালানো হলো বলিউড অভিনেত্রী দিশা পাটানির বাড়ির সামনে। গেল বছর ভাইজানের বাড়িতে গুলির দায় স্বীকার করেছিল গ্যংস্টার গোল্ডি ব্রার ও লরেন্স বিষ্ণোই। এবার দিশার বাড়িতে গুলির দায়ও নিল এ গ্যাং। 

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শুক্রবার ভোর ৩টার দিকে। অভিনেত্রীর বরেলীর বাড়িতে মোটরবাইকে করে অজ্ঞাত পরিচয়ের দুই ব্যক্তি প্রায় ১০ থেকে ১২ রাউন্ড গুলি চালায় বলে পুলিশ সূত্রে খবর। যদিও এই ঘটনায় কারও আহত হওয়ার খবর শোনা যায়নি। 

Disha-Patani-talks-about-her-quirks

এদিকে অনেকে খুঁজছেন দিশার বাড়িতে গুলি চালানোর কারণ। এরইমধ্যে দায় স্বীকার করে গোল্ডি ব্রার ও লরেন্স বিষ্ণোই গ্যাং জানিয়েছে হিন্দু ধর্মকে অপমান করা-ই অভিনেত্রীর বাড়িতে গুলি চালানোর কারণ। 

তবে তাদের চোখে দোষী দিশা নন। তার বোন খুশবু পাটানি। গোল্ডির দাবি, দিশার পরিবার তথা তার বোন খুশবু পটানি আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজ ও অনিরুদ্ধ আচার্যকে অপমান করছেন। এর ফলে হিন্দু ধর্মের অপমান করেছেন। আর সনাতন ধর্মের অপমান তারা কিছুতেই মেনে নেবেন না। তাই এটা একটা সাবধানবাণী ছিল।

সম্প্রতি অনুরুদ্ধ লিভ ইন প্রসঙ্গে নারীদের কটূক্তি করে বলেন, আজকালকার পুরুষেরা ২৫ বছরের আশপাশের নারীদের সঙ্গী হিসেবে খুঁজে বের করেন। কিন্তু এই নারীরা তত দিনে চার-পাঁচ জনের শয্যাসঙ্গিনী হওয়ার অভিজ্ঞতা অর্জন করে ফেলেন।

945373-disha-patani

এতেই অনিরুদ্ধর ওপর চটেন সাবেক সেনা কর্মকর্তা খুশবু পাটানি। তাকে ‘দেশদ্রোহী’ ও ‘নপুংসক’ সম্বোধন করে বলেন, ‘এই লোকটা আমার সামনে থাকলে, আমি ওকে ভালো করে বুঝিয়ে দিতাম। এরা দেশদ্রোহী। এদের সমর্থন করা উচিত নয়। সমাজের যত নপুংসকেরা এই লোকটাকে অনুসরণ করে।’

এ ঘটনাকে কেন্দ্র করে দিশা পরিবারের ওপর চটেছে বিষ্ণোই গ্যাং। এদিকে গুলি ছোড়ার ঘটনায় এরইমধ্যে পুলিশে অভিযোগ করেছে অভিনেত্রীর পরিবার। দিশার বাড়ির বাইরে বসানো হয়েছে পাহারাও। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর