শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সালমানে বাড়িতে গুলি, পুলিশ হেফাজতে রহস্যজনক মৃত্যু অস্ত্রদাতার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২ মে ২০২৪, ০১:৫৭ পিএম

শেয়ার করুন:

সালমানে বাড়িতে গুলি, পুলিশ হেফাজতে রহস্যজনক মৃত্যু অস্ত্রদাতার

গত ১৪ এপ্রিল সালমান খানের বাড়ির সামনে গুলি চালায় দুষ্কৃতিকারীরা। এ ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে ভারতীয় পুলিশ গ্রেফতার করে গুলি ছোড়া ওই দুজনকে। পড়ে ধরা পড়ে এ ঘটনার সঙ্গে জড়িত আরও দুই জন। তাদেরই একজন অনুজ থাপানের রহস্যজনক মৃত্যু হয়েছে পুলিশ হেফাজতে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। 

অভিযুক্ত কারাগারের মধ্যেই আত্মহত্যা করেছেন বলে খবর। তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। তবে অনুজের এই মৃত্যুকে আত্মহনন হিসেবে মানতে নারাজ তার পরিবার। অনুজের ভাই সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, পুলিশ অনুজকে খুন করেছে। কারণ আমার ভাই এতটাও দুর্বল চিত্তের মানুষ নয় যে, আত্মহত্য়া করবে। আমরা এর বিচার চাই।


বিজ্ঞাপন


এমনকি সালমান খানের বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় অনুজের যোগ রয়েছে, তাও মানতে নারাজ তার পরিবার। তবে ভারতীয় পুলিশ অনুজকে গ্রেফতার করেছিল সালমানের বাড়িতে গুলি বর্ষণকারীদের অস্ত্র সরবরাহকারী হিসেবে।

সে সময় জানানো হয়েছিল, পাঞ্জাব থেকে ওই হোতাকে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ। ওই শ্যুটারদের বন্দুক জোগান দিয়েছিল তারা। মুম্বাই অপরাধ দমন শাখার তরফে গ্রেফতার হওয়া ওই দুই ধৃতের নাম সোনু সুভাষ চান্দের, বয়স ৩৭। অপরজন ৩২ বছর বয়সি অনুজ থাপান। 

ঘটনার দিন সকাল ৫ টায়, একটি মোটরসাইকেলে এক অজ্ঞাত ব্যক্তি বান্দ্রায় সালমানের বাড়ি গ্যালাক্সির বাইরে কয়েক রাউন্ড গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় ওই ব্যক্ত্যিদ্বয়ের মুখ কালো কাপড়ে বাঁধা ছিল।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর