ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব দীর্ঘদিন ধরে নাটক ও ওটিটি কনটেন্টে অভিনয় করছেন। ফলে অভিনেতার ভক্তের সংখ্যা নেহাত কম নয়। শুধু দেশে নয়, দেশের বাইরেও অসংখ্যা ভক্ত-অনুরাগী রয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতের এক ভক্তের পাগলামির কথা সামনে এনেছেন এই অভিনেতা।
ওই অনুষ্ঠানের সঞ্চালক মৌসুমী মৌ অভিনেতা তৌসিফের কাছে জানতে চান-এমন কোনো গল্প আছে যা কখনও বলা হয়নি? এমন প্রশ্নের জবাবে অভিনেতা বলেন, ‘হ্যাঁ একজনের কথা কখনও বলা হয়নি। সে হচ্ছে ভারতীয় নাগরিক রামকৃষ্ণ মজুমদার। পশ্চিমবঙ্গের একটা অঞ্চালে বসবাস করেন। দুঃখিত যদি ভুল বলে থাকি কিন্তু সে ভারতে থাকে এটা নিশ্চিত।’
বিজ্ঞাপন
কথার সূত্র ধরে তৌসিফ বলেন,‘ভারতে এত বড় বড় তারকা থাকার সত্ত্বেও ওনার শরীরে আমার নাম ট্যাটু করেছেন। হাতে বড় করে তৌসিফ মাহবুব লেখা আছে। আমার নতুন কোনো কাজ আসালে প্রথম শেয়ার দেয়। এটা আজকে থেকে না। বিষয়টি আমি আজকে বলছি কিন্তু ট্যাটু করেছেন আরও দুই-তিন বছর আগে।’

সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ভক্তের ভালোবাসার কথা তুলে ধরেন তৌসিফ। পরে ওই সাক্ষাৎকারে অংশ বিশেষ নিজের ফেসবুকে প্রকাশ করেন রামকৃষ্ণ মজুমদার নামের ওই ভক্ত। ভিডিওটি প্রকাশ করে ক্যাপশনে তিনি লিখেছেন, “দ্য বিজনেস স্ট্যান্ডার্ড’-এর চ্যানেলে একটা ইন্টারভিউতে আমার প্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব ভাইয়া আমার নামে অনেক প্রশংসা করল। শুনে খুবই খুশি হলাম। আমার নাম বলার জন্য অসংখ্য ধন্যবাদ তৌসিফ মাহবুব ভাইয়া। আপনার প্রতি ভালোবাসা ছিল, আছে, থাকবে। চিরকাল থাকব যাই যেখানে যত দূরেই। পোস্টের শেষে লিখেছেন, হ্যাশট্যাগ তৌসিফ মাহবুব।’
বিজ্ঞাপন
এরপর তিনি যোগ করেন, ‘সঞ্চালনায় ছিলেন মৌসুমী মৌ আপু’। এদিকে রামকৃষ্ণ মজুমদারের পোস্টের মন্তব্যের ঘরে অভিনেত্রী ও উপস্থাপক মৌসুমী মৌ লিখেছেন, ‘অনেক ভালোবাসা আপনার জন্য।’ লেখার সঙ্গে একটি লাল হার্ট যুক্ত করেছেন তিনি।
ইএইচ/

