শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকে ফিরছেন তৌসিফ মাহবুব

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৬ পিএম

শেয়ার করুন:

‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকে ফিরছেন তৌসিফ মাহবুব
তৌসিফ মাহবুব

২০১৮ সালে সম্প্রচার শুরু হয়েছিল ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের। ইতোমধ্যেই নাট্যনির্মাতা কাজল আরিফিন অমি নির্মিত ধারাবাহিক চার সিজন শেষ হয়েছে। দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে আবারও সম্প্রচারে শুরু হয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট-৫’। 

ধারাবাহিকটির তৃতীয় পর্ব থেকেই ব্যক্তিগত কারণে নাটকটি থেকে সরে দাঁড়িয়েছিলেন নিহালরূপী তৌসিফ মাহবুব। গল্পের প্রয়োজনে চতুর্থ সিরিজে জুড়ে বহুবার নিহালের নাম সামনে এসেছে তবে অভিনেতাকে দেখা যায়নি। ইতোমধ্যে পঞ্চম পর্বের বেশ কয়েকটি পর্ব প্রচার হয়েছে সেখানেও তৌসিফের দেখা মেলেনি। ‘ব্যাচেলর পয়েন্ট’-এর জনপ্রিয় চরিত্র নেহালকে দেখার অপেক্ষায় তার অনুরাগীরা। 

536270515_1337306097752318_3842869637703144455_n

অবশেষে জানা গেল, ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকে ফিরছেন তৌসিফ। আজ একটি অনুষ্ঠানের মাধ্যমে এ ঘোষণা আসবে বলে জানান অভিনেতা। তৌসিফের কথায়, ‘দর্শক সর্বদা চায় নেহাল চরিত্রটি ফিরে আসুক। তাই ফের এ চরিত্রটির মাধ্যমে ‘ব্যাচেলর পয়েন্ট’ দর্শক আমাকে দেখতে পাবেন।’ 

এর আগে নির্মাতা অমি বলেছিলেন, ‘বাস্তব জীবনের মতোই হয়তো ভবিষ্যতে কোনো একসময় দেখা যাবে তাদের আবার একসঙ্গে। তাই সেই অপেক্ষার পালা মনে হয় শেষ হলো তৌসিফের ফেরার মাধ্যমে। দেখা যাক, ঘটনা কীভাবে এগিয়ে যায় নেহালের ফিরে আসাতে। বুম ফিল্মের প্রযোজনায় এটি প্রচার হচ্ছে বঙ্গতে।’ 

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর