গল্পের স্বার্থে বিভিন্ন দৃশ্যে অভিনয় করতে হয় অভিনয়শিল্পীদের। অভিনেতারা তা অবলীলায় করলেও অভিনেত্রীদের বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। এই যেমন মিঠুন চক্রবর্তীকে চুম্বন করে বাবা-মায়ের রোষানলে পড়তে হয়েছিল শ্রীদেবীকে।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীদেবীকে নিয়ে বিভিন্ন বিতর্ক থাকলেও একটি বিষয়ে অটুট ছিলেন তিনি। ক্যামেরার সামনে কারও ঠোঁটে ঠোঁট রাখতে রাজি ছিলেন না।

তবে ‘গুরু’ সিনেমার ক্ষেত্রে শ্রীদেবীকে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে হয়েছিল। পর্দায় মিঠুনের ঠোঁটে ঠোঁট রেখে চুম্বন করতে দেখা গিয়েছিল। ওই দৃশ্যের কারণে বাবা-মায়ের রোষানলে পড়তে হয় অভিনেত্রীকে।
তবে শ্রীদেবীর দাবি, ওই সিনেমায় কোনো চুম্বন দৃশ্যে অভিনয় করেননি তিনি। দৃশ্যটি ধারণের জন্য অন্য কারও ঠোঁট ব্যবহার করেছিলেন পরিচালক।

বিষয়টি নিয়ে অভিনেত্রীর ভাষ্য ছিল, ‘আমি কেন অন্য কারও ঠোঁটে চুমু খাব? পরিচালকের একটি মিথ্যের জন্য আমার মা-বাবা খুব রেগে গিয়েছিলেন। ধর্ষণের চরিত্রে অভিনয় করতেও আমি স্বচ্ছন্দ্য ছিলাম না। কিন্তু তা-ও করতে হয়েছিল কয়েক বার।’

