শিল্পা শেঠির পরিবারে ঘোর দুঃসময় নেমে এসেছিল ২০২০ সালে। কেননা সে বছর পর্নকাণ্ডে অভিযুক্ত হয়ে গ্রেফতার হন তার স্বামী রাজ কুন্দ্রা। দুই মাসের বেশি সময় কাটিয়েছিলেন কারাগারে। জেল-জীবন বলতে গেলে বিভীষিকাময় ছিল রাজের জন্য। সকলের সামনে উলঙ্গ করা হয়েছিল তাকে। ভারতোয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজ কুন্দ্রা বলেন, ‘সকলের সামনে আমাকে উলঙ্গ করা হয়, যা খুবই অসম্মানজনক। যদিও এটাই জেলের নিয়ম। প্রতিটা জামাকাপড় খুলে দেখা হয়। অভিযুক্ত কোনও মাদকদ্রব্য কিংবা ধারালো কোনও কিছু জেলের ভিতরে নিয়ে যাচ্ছেন কি না, দেখা হয়।’
বিজ্ঞাপন
এরপর তিনি বলেন, ‘তবে সকলের সামনে জামাকাপড় খোলা যে ভীষণ লজ্জার! এমনিতেই সংবাদমাধ্যম আমাকে মাথা থেকে পা পর্যন্ত উলঙ্গ করেই ফেলেছিল। তারপর জেলেও বিবস্ত্র করা হলো।’
এদিকে ৬৩ দিনের জেল জীবন পর্দায় নিয়ে আসছেন রাজ। নিজের এই গল্প নিয়ে নির্মাণ করছেন ‘ইউটি-৬৯’ নামের একটি সিনেমা। সেখানে উঠে আসবে তার কারাগারে থাকাকালীন দিনগুলো।

