অতিরিক্ত মাত্রায় কেটামিন নেওয়ায় বছর দুয়েক আগে ‘ফ্রেন্ডস’ অভিনেতা ম্যাথিউ পেরির মৃত্যু হয়েছিল। শুরুতে নিছকই দুর্ঘটনা মনে হলেও তদন্তে উঠে আসে নতুন তথ্য। অভিনেতার মৃত্যুর ঘটনায় কেটামিন সরবরাহের অভিযোগে চিকিৎসকসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়।
এবার জানা গেল, অভিনেতা পেরিকে অতিরিক্ত কেটামিন সরবরাহের অভিযোগে অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার জাসভীন সাংহা যাকে ‘কেটামিন কুইন’ বলা হয়। তিনি এই অভিনেতার হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এই অপরাধ স্বীকার করার কারণে ৬০ বছরেরও বেশি কারাদণ্ড হতে পারে।
আমেরিকা ও ব্রিটেনের দ্বৈত নাগরিক সাংহা ২০২৪ সালের আগস্ট মাস থেকে আমেরিকার কেন্দ্রীয় আইন প্রয়োগকারী সংস্থার হেফাজতে আছেন।

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১০ ডিসেম্বর তার সাজা ঘোষণা হবে। ৪২ বছর বয়সী সাংহা অভিনেতার মৃত্যুর সঙ্গে জড়িত পঞ্চম ব্যক্তি যিনি নিজের অপরাধের কথা মেনে নিয়েছেন।
বিজ্ঞাপন
২০২৩ সালের অক্টোবরে ম্যাথিউ পেরিকে লস এঞ্জেলেসের নিজ বাড়িতে থেকে বাথটাবে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিক তদন্তের পর জানা যায় তাঁর শরীরে উচ্চ মাত্রায় কেটামিন ছিল। অভিযুক্ত সাংহা অভিনেতা পেরির মৃত্যুর সংবাদ শুনে নিজের দোষ ঢাকতে চেষ্টা করেছিলেন।
অভিনেতা পেরির মৃত্যুর পর সাংহার বাড়িতে তল্লাশি চালিয়ে মেথামফেটামিন, কেটামিন, এক্সটাসি, কোকেন, নকল জেনাক্স পিল, একটি টাকা গণনার মেশিন, একটি স্কেল, ওয়্যারলেস সিগন্যাল ডিটেক্টর এবং লুকানো ক্যামেরার ডিভাইস পাওয়া যায়।

বলে রাখা ভালো, গত জুন মাসে কেটামিন সরবরাহের অভিযোগে অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার চিকিৎসক সালভাদোর প্লাসেন্সিয়া তাঁর দোষ স্বীকারে রাজি হয়েছিলেন। তিনিও ম্যাথিউ পেরির হত্যার সঙ্গে জড়িত ছিলেন।
ইএইচ/

