শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝরল জনপ্রিয় টিকটকারের

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:০০ পিএম

শেয়ার করুন:

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝরল জনপ্রিয় টিকটকারের
রাজি আদেতোলা

নাইজেরিয়ার জনপ্রিয় কমেডিয়ান ও কনটেন্ট নির্মাতা রাজি আদেতোলা মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। গত সোমবার (১ সেপ্টেম্বর) দেশটির ওয়ো-ওগবোমোশো সড়কে তার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি খাঁদে পড়ে যায়। দুর্ঘটনায় গুরুত্বর আহত হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করে।  

জনপ্রিয় এই টিকটকার নেটিজেনদের কাছে ‘মিস্টার সানকু কমেডি’ নামে পরিচিত ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় সানকুর এক বন্ধু গুরুতর আহত হন। 

‘মিস্টার সানকু কমেডি’ টিকটকে তার অভিনব গল্প বলার ধরন ও হাস্যরসাত্মক ভঙ্গিমার জন্য নেটিজেনদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পান। ২০২১ সালের শুরুর দিকে তরুণদের মাঝে পরিচিত মুখ হয়ে ওঠেন।

tiktoar_death

তাঁর মৃত্যুর আগের দিন প্রকাশিত শেষ ভিডিওটি এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। সেখানে তিনি প্রার্থনা করেছিলেন, ‘আমি যেন নিজের পরিশ্রমের ফল ভোগ করার আগেই না মারা যাই।’ তার মৃত্যুর পর এই কথাগুলো এখন আরও হৃদয়বিদারক হয়ে উঠেছে।   


বিজ্ঞাপন


এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন নাইজেরিয়ার অভিনেত্রী ফুনমি আওয়েলেওয়া। সোশ্যাল মিডিয়া এক শোকবার্তায় তিনি লিখেছেন, ‘সানকুর অবস্থার উন্নতির খবর শুনে আশাবাদী হয়েছিলেন। আমরা সবাই প্রার্থনা করেছিলাম কিন্তু শেষ রক্ষা হলো না।’ 

sonku

সানকুরের অকাল মৃত্যুকে গভীর শোক ও শ্রদ্ধায় স্মরণ করেছেন তার দীর্ঘদিনের সহকর্মীরা। কনটেন্ট নির্মাতা ওজাইন কমেডি এক পোস্টে লেখেন, ‘বিশ্রাম নাও, সৈনিক’। টিকটক তারকা জিডেক্স  প্রয়াত সানকুর প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘চিরবিদায়।’

এদিকে সানকুর মৃত্যুতে ভক্তরা শোক প্রকাশ করেছেন। একজন লিখেছেন, ‘এত তাড়াতাড়ি কেন সানকু?’ আরেকজন লিখেছেন, ‘আমরা সবাই জীবনের জন্য পরিকল্পনা করি কিন্তু জীবন আমাদের জন্য কী পরিকল্পনা করেছে, সেটা কেউ জানি না… হে ঈশ্বর!’ 

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর