পাকিস্তানের কিংবদন্তি মঞ্চ ও টেলিভিশন অভিনেতা আনোয়ার আলী মারা গেছেন। গত সোমবার (১ সেপ্টেম্বর) লাহোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন এই বর্ষীয়ান অভিনেতা। পাকিস্তানের গণমাধ্যমে উঠে এসেছে এ তথ্য।
পরিবারের সদস্যরা গণমাধ্যমকে জানিয়েছেন, আনোয়ার দীর্ঘদিন ধরে ফুসফুস ও কিডনিসহ নানা শারীরিক জটিলতা আক্রান্ত ছিলেন। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে রোববার তাঁকে স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই আইসিইউতে থাকা অবস্থায় সোমবার তিনি মারা যান।
বিজ্ঞাপন
আনোয়ারের মৃত্যুতে পাকিস্তানের শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, ভক্তরা ও বিনোদন অঙ্গনের অনেকেই তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে অনেকেই তার আত্মার মাগফিরতা কমনা করেছেন।
লাহোরে জন্মগ্রহণ করা আনোয়ার আলী ছোটবেলা থেকেই নাট্যচর্চা ও সাংস্কৃতিক পরিবেশে বেড়ে উঠেছেন। ১৯৭০-এর দশকে পাঞ্জাবি মঞ্চে অভিনয়ের মাধ্যমে যাত্রা শুরু করেন। ক্যারিয়ারে বাবু বরাল ও ইফতিখার ঠাকুরের মতো কিংবদন্তিদের সঙ্গে অভিনয় করে জনপ্রিয়তা পান তিনি।
বিজ্ঞাপন
টেলিভিশন পর্দায় অভিনীত ‘সোনা চান্দি’, ‘নিশানি’, ‘খুদা বখশ’ -এর মতো জনপ্রিয় নাটক তাঁকে দর্শকদের কাছে ব্যাপকভাবে পরিচিত করে তোলে।
ইএইচ/

