শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আইনি জটিলতায় সঞ্জয় লীলা বানসালি, অভিযোগ প্রতারণার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৫ পিএম

শেয়ার করুন:

আইনি জটিলতায় সঞ্জয় লীলা বানসালি, অভিযোগ প্রতারণার

রণবীর কাপুর ও আলিয়া ভাটকে নিয়ে নতুন সিনেমার তোড়জোর শুরু করেছেন সঞ্জয় লীলা বানসালি। সঙ্গে আছেন ভিকি কৌশল। তাই নিয়ে আলোচনা যখন তুমুল তখন নামল মন খারাপের ছায়া। কেননা প্রতারণার অভিযোগে আইনি জটিলতায় পরিচালক। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। 

শোনা গেছে, প্রতীকরাজ মাথুর নামের এক ব্যক্তি বানসালির নামে পুলিশে অভিযোগ দায়ের করেছেন। তার দাবি, নির্মিতব্য ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিটির জন্য বানসালির প্রযোজনা সংস্থার তরফে ‘লাইন প্রডিউসার’-এর কাজের জন্য চুক্তিবদ্ধ হন তিনি। কিন্তু পরে সেই চুক্তি বাতিল করা হয়। 


বিজ্ঞাপন


এ অভিযোগের ভিত্তিতে তদন্তকারী পুলিশ আধিকারিক জানান, অভিযোগকারী প্রতীক মাথুরকে নিজেদের প্রযোজনার সঙ্গে যুক্ত করেন বানসালি। অভিযোগ, পরে পারিশ্রমিক না দিয়ে কাজ থেকে বের করে দেন। বানসালি ও তার টিমের নামে প্রতারণা, বিশ্বাসভঙ্গের অভিযোগও 

অভিযোগকারী প্রতীকের দাবি, ছবিটির আউটডোরে শুটিংয়ের জন্য প্রয়োজনীয় সরকারি অনুমোদন তার করা। কিন্তু তার সঙ্গেই দুর্ব্যবহার করে পরিচালক ও তার টিম। তবে এ নিয়ে কোনো বিবৃতি আসেনি বানসালি ও তার টিমের থেকে।

শোনা গেছে ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আছেন দীপিকা পাডুকোন। রণবীর ও তাকে পাওয়া যাবে অন্তরঙ্গ দৃশ্যে। তা শুনে দর্শকরা রীতিমতো মুখিয়ে ছবিটির জন্য। ঠিক তখন প্রতারণার অভিযোগে অভিযুক্ত পরিচালক। চিন্তার ভাঁজ রণবীর-আলিয়া-দীপিকা ভক্তদের কপালে। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর