দিন কয়েক আগে বলিউড সুপারস্টার শাহরুখ খানের নামে থানায় অভিযোগ করা হয়। এবার আইনি জটিলতায় তার কন্যা সুহানা খান। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
কৃষকদের কোটাভূক্ত জমি কিনে বিপাকে পড়েছেন সুহানা। মুম্বাইয়ের আলীগড়ে ১২ কোটির অধিক মূল্যে একটি জমি কিনেছেন তিনি। জানা গেছে, ওই জমির মালিকানা প্রশাসনের। কৃষকদের কৃষিকাজের জন্য রাখা ছিল। সুহানা কিনেছিলেন তিন বোন— অঞ্জলি, রেখা, প্রিয়ার থেকে।
বিজ্ঞাপন
ওই তিন বোন নাকি নাকি তাদের বাবা-মায়ের থেকে পেয়েছিলেন উত্তরাধিকার সূত্রে। পাশাপাশি শোনা যাচ্ছে, এই জমি কৃষকদের স্বার্থেই রেখেছিল সরকার। এরইমধ্যে জমিটি রেজিস্ট্রি করে নিয়েছেন শাহরুখকন্যা। নথিপত্রে তাকে কৃষক হিসেবে দেখানো হয়েছে। জমির মালিকানা নিয়ে এরইমধ্যে তদন্ত শুরু হয়েছে। শিগগিরই রিপোর্ট পেশ করা হবে বলে জানা যাচ্ছে।
তবে এ নিয়ে এখনও আনুষ্ঠানিক বিবৃতি দেননি সুহানা কিংবা শাহরুখ। কিং খান এখন ব্যস্ত তার পরবর্তী সিনেমা কিং নিয়ে। সুহানাকেও দেখা যাবে এতে। এর আগে ‘দ্য আর্চিজ’ আন্মের এক সিনেমায় দেখা গেছে তাকে।

