শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সত্যিই কি ফেরদৌসের সঙ্গে প্রেম ছিল— মুখ খুললেন শ্রীলেখা 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৬ পিএম

শেয়ার করুন:

সত্যিই কি ফেরদৌসের সঙ্গে প্রেম ছিল— মুখ খুললেন শ্রীলেখা 

ফেরদৌসের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্রের। সম্প্রতি এরকম গুঞ্জন উঠেছে। সংবাদমাধ্যমেও উঠে এসেছে বিষয়টি। এবার এ নিয়ে মুখ খুললেন শ্রী।

সত্যিই কি আপনার সঙ্গে ফেরদৌসের সম্পর্ক ছিল? এরকম প্রশ্নের জবাবে ভারতীয় সংবাদমাধ্যমকে শ্রীলেখা বলেন, “পরিচালক স্বপন সাহা বাংলাদেশের একটি ছবির জন্য আমার নাম বলেছিলেন। ছবির নাম ‘সিংহ পুরুষ’। ওই ছবিতে দ্বিতীয় নায়কের চরিত্রে অভিনয় করেছিল ফেরদৌস। ছবির সূত্রে বাংলাদেশে যাওয়া। ওর সঙ্গে পরিচয়।”


বিজ্ঞাপন


বাংলাদেশ থেকে কলকাতা যেতেই তার সঙ্গে যোগাযোগ করেন একাধিক পরিচালক। এরমধ্যে অন্যতম বাসু চট্টোপাধ্যায়। তিনি ‘হঠাৎ বৃষ্টি’ নামের একটি ছবি করবেন। নায়িকা শ্রীলেখা। নায়ক খুঁজছেন। 

অভিনেত্রীর কথায়, “ফেরদৌসের কথা বাসুদাকে বলি। আমার সূত্রেই ও টলিউডে পা রাখে। তার মানেই কি প্রেম! কারও নাম পরিচালককে বলার মধ্যে আর যাই থাক, প্রেম থাকে না। শুধুই অভিনেতা নয়, আমি কিন্তু অনেক অভিনেত্রীর নামও পরিচালকদের বলি।”

অভিনেত্রী আরও জানান, ওই ছবির পর ফেরদৌসের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না তার। মাঝেসাঝে দেখা হতো। বর্তমানে একেবারেই যোগাযোগ নেই। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর