পথের কুকুরের ওপর নির্যাতনে যেভাবে সরব শ্রীলেখা মিত্র। সেভাবেই সরব সকল প্রকার অপরাধের বিরুদ্ধে। নিজের জায়গা থেকে শক্তভাবে প্রতিবাদ করেন। এবার টলিউডের এই অভিনেত্রী লড়ছেন নিজেকে নিয়ে। সম্প্রতি এক ভারতীয় সংবাদমাধ্যমের বিরুদ্ধে সাইবার সেলে অভিযোগ জানিয়েছেন অভিনেত্রী।
সামাজিক মাধ্যমে বিষয়টি নিজেই জানিয়েছেন শ্রীলেখা। আজ বুধবার নিজের ফেসবুকে একটি ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী। সেখানে দেখা যাচ্ছে ভারতীয় সংবাদমাধ্যমের একটি ফটোকার্ড। যেখানে শ্রীলেখার ছবি যুক্ত করে আপত্তিকর শিরোনাম দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
বিষয়টি পোস্ট করে শ্রীলেখা লিখেছেন, ‘ভাইয়েরা-বোনেরা, খাওয়ার তো প্রচুর কিছু আছে। আমি বেছে বেছে কেন ৩০ বছরের যুবকের মাথা খেতে যাব। তাছাড়া আমি নিরামিষভোজী, সব রকমের মাংস খাওয়া ছেড়ে দিয়েছি।’
আরও লিখেছেন, ‘খেতে শুরু করলে সর্বপ্রথম আপনাদের জানাব। আর হ্যাঁ, আপনাদের নামে সাইবার সেলে জানিয়ে দিয়েছি। দেখুন আবার আপনাদের মাথা খেলাম বলবেন না যেন।’
ওই পোস্টের মন্তব্যের ঘরে শ্রী লিখেছেন, ‘এরকমভাবে কেউ বলে কখনও!’ অভিনেত্রীর সঙ্গে একমত পোষণ করেছেন নেটিজেনরাও। একজন লিখেছেন, ‘কী নোংরা এই খবরের পোটালগুলো। টাকা খেয়ে যা তা লেখে।’ আরেকজনের কথায়, ‘কোর্টে কেস করে একদমই প্রকাশ্যে পা ধরে ক্ষমা চাওয়ানো উচিত।’ তবে সেসবের কোনো জবাব দেননি শ্রীলেখা।

