অনেক বছর পর অটোগ্রাফ দিতে গিয়ে যেন আবেগে ভাসলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ফারিয়া শাহরিন। ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকে কাজের মাধ্যমে দর্শকমহলে ‘অন্তরা’ নামে ব্যাপক পরিচিত পান এই অভিনেত্রী। সম্প্রতি প্রসাধনী ব্র্যান্ড ‘আড়ং’-এ গেলে একজন ভক্তের আটগ্রাফের আবদার অভিনেত্রীকে নস্টালজিয়া করে তোলে।
সে ঘটনার বর্ণনা দিয়ে এক আবেগঘন পোস্টে অভিনেত্রী লেখেন, ‘অনেক বছর পর আজকে অটোগ্রাফ দিলাম ‘আড়ং’-এর এক সেলসম্যান ভাইকে। এই যুগে কে আর অটোগ্রাফ চায়? সবাই তো এখন সেলফি চায়। কিন্তু তিনি যেন ব্যতিক্রম!’
বিজ্ঞাপন
এরপর তিনি যোগ করেন, “খুব সুন্দর করে হাসলেন আর জিজ্ঞেস করলেন, আপু ‘ব্যাচেলর পয়েন্টে’ আর কাজ করবেন না? আপনি আসলে খুব ভালো ছিলেন। আহা কোথায় কত ভালোবাসা, কত মায়া জমে আছে। এই মায়াগুলোর জন্যই তো বেঁচে থাকা।’

ফারিয়া আরও লিখেছেন, “শপিং শেষে ফেরার পথে খুব ক্ষুধা লাগছিল। একটা দোকান বন্ধ দেখে বললাম, ‘ভাই এই বৃষ্টির মধ্যে এত কষ্ট করে আসলাম’ ভদ্রলোক মিষ্টি হেসে দোকান খুলে বললেন, ‘আপু, কী খাবেন বলেন?’ আহা এই জীবন আর কী-ই বা লাগে? এই ছোট ছোট ভালোবাসা, মায়াগুলো আমার কাছে আকাশ সমান।”
বিজ্ঞাপন
সবশেষে এই তারকা লেখেন, ‘জীবনে অনেক কিছু হতে পারিনি। না কোনো বড় নায়িকা, না বড় অভিনেত্রী। কিন্তু এই যে ভালোবাসা পাই এটাই আমার জন্য সবচেয়ে বড় আশীর্বাদ। আজ মনটা ভরে গেল। শুকরিয়া।’
ইএইচ/

