সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সুগার ড্যাডি থাকলে কম কাজ করেও টাকা কামানো যায়: ফারিয়া

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২ মে ২০২৫, ০১:২২ পিএম

শেয়ার করুন:

সুগার ড্যাডি থাকলে কম কাজ করেও টাকা কামানো যায়: ফারিয়া

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ফারিয়া শাহরিন দর্শকমহলে ‘অন্তরা’নামেই বেশি পরিচিত। তুমুল জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ ‘অন্তরা’ চরিত্রে অভিনয়ের আলাদা পরিচিতি পেয়েছেন। 

ইতিমধ্যে‘ব্যাচেলর পয়েন্ট’ ফ্র্যাঞ্চাইজির চারটি সিজন প্রচারিত হয়েছে। দর্শকদের আগ্রহের কথা চিন্তা করে এবার নির্মিত হচ্ছে পঞ্চম সিজন। যেখানে আবারও ‘অন্তরা’ চরিত্রে দেখা যাবে ফারিয়াকে। 


বিজ্ঞাপন


মা হচ্ছেন ফারিয়া শাহরিন

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেন তিনি। জানান, খুব শিগগিরই ‘ব্যাচেলর ফাইভ’-এর শুটিংয়ে যোগ দেবেন। সাক্ষাৎকারে তিনি ক্যারিয়ার, কাজের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা ছাড়াও অভিনেত্রীদের আয়ের উৎস নিয়ে চলমান বিতর্ক প্রসঙ্গে খোলামেলা মন্তব্য করেন। ফারিয়া বললেন, অন্যদের মতো তার নিজের গাড়ি-বাড়ি নেই।

onthora

সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মিডিয়াতে কাজ করলে টাকা কামানো যায়, এটা সত্য। কিন্তু বাংলো, গাড়ি বাড়ি- আমার আসলে এসব কিছুই নেই। আমার মতো যারা কম কাজ করেছে, বা খুব সততার সঙ্গে কাজ করেছে তাদের পক্ষে আসলে এত টাকা কামানো সম্ভব না, যদি না সুগার ড্যাডি থাকে।’


বিজ্ঞাপন


ছোটবেলায় জোর করে সালামি নিতাম: ফারিয়া শাহরিন

অভিনেত্রী যোগ করেন, ‘আমার কোনো টাকা পয়সা নেই। আমার কোনো গাড়ি নেই। সারাজীবন বাপের গাড়িতে চড়েছি। আমার নিজের কোনো বাড়ি নেই। আর ভবিষ্যতেও কোনো সুগার ড্যাডি হওয়ার সম্ভাবনা একশো ভাগও নেই।’

বলে রাখা ভালো, ‘ব্যাচেলর পয়েন্টে’-এর অন্তরা চরিত্রে সেরা অভিনয়ের জন্য পুরুষ্কার পেয়েছেন অভিনেত্রী। পুরষ্কার গ্রহণ শেষে এমন বিস্ফরক মন্তব্য করেন। যা ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়া। বাস্তবতা তুলে ধরায় অনেকেই তার বক্তব্যকে সাহসী বলেও অভিহিত করছেন। 

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর