শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আমার জায়গায় অন‍্য মেয়ে হলে সুইসাইড ছাড়া কিছু ভাবত না: রাজ রিপা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৫ পিএম

শেয়ার করুন:

আমার জায়গায় অন‍্য মেয়ে হলে সুইসাইড ছাড়া কিছু ভাবত না: রাজ রিপা
রাজ রিপা

বিনোদন অঙ্গনের পরিচিত মুখ রাজ রিপা। দীর্ঘ সাত বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তিনি। হঠাৎ করে সেই যাত্রা থামিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন স্ট্যাটাসে তিনি জানিয়েছেন, বারবার ঠকতে ঠকতে আর সহ্য করতে পারছেন না। ‘মুক্তি’ সিনেমা ঘিরে চার বছরের পরিশ্রম, মানসিক যন্ত্রণা কারণে পুরোপুরি হতাশ তিনি।

ওই পোস্টে অভিনেত্রী লিখেছেন, ‘খুব দ্রুত সবাইকে ছেড়ে চলে যাব। এই ইন্ডাস্ট্রি আমার মতো বোকা মানুষের জন‍্য না। একা একা ৭ বছরের পথ পাড়ি দিয়েছি। ভালো-মন্দ সবকিছু দেখেই সিদ্ধান্ত নিলাম। আলহামদুলিল্লাহ কারও সাথে না বেইমানি করেছি, না কাউকে ঠকিয়েছি, শুধু ঠকেই গেলাম।’ 


বিজ্ঞাপন


পরিচালক ইফতেখার চৌধুরীর বিরুদ্ধে অনিয়ম, দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে অভিনেত্রী বলেন, “কারও কাছে এক টাকা দেনা নাই। কিন্তু পাওনাদার হিসাবে পরিচালক ইফতেখার চৌধুরীর কাছে কিছু হিসাব বাকি আছে। হয়তো তিনি আমার ঋণ শোধ করবেন আর নয়তো গায়ের জোরে নিজেকে সরিয়ে নেবেন। ৪ বছর ধরে আমার পরিশ্রমের প্রজেক্ট এই ‘মুক্তি’ সিনেমা নিয়ে মানসিক যে যন্ত্রণা পেয়েছি। টাকা ও সময়ের জন‍্য। আমার জায়গায় অন‍্য মেয়ে হলে সুইসাইড ছাড়া কিছু ভাবত না।”  

raj_ripa_h_gfgsg

নিজের মানসিক অবস্থা তুলে ধরে তিনি আরও জানান, “বার বার ডিপ্রেশনে পড়েও একা একা উঠে দাঁড়িয়েছি। মনের জোরে আর কত অপেক্ষা করবো? আর কতো ধৈর্য্য ধরতে হবে আমার? আর এখন ‘মুক্তি’ সিনেমার বাকি কাজ শেষ করার জন‍্য সিনেমার স্পন্সরের জন‍্য মেন্টালি প্রেসার নিতে পারছি না। একটা সিনেমার স্পন্সর আনার দায়িত্ব পরিচালকের, আর্টিস্টের না। তবুও চেষ্টা করে ব্যর্থ হয়েছি। আমাকে নায়িকা বানানোর স্বপ্ন দেখিয়ে শুধু নিজের আখের গুছিয়ে গেলেন। আমার জন‍্য কিছুই করলেন না। তবুও কি করতে পারলেন তিনি ৮ বছরে ‘মুক্তি’ ছাড়া কোনো সিনেমা নেই। তার শেষ কাজ একটা বিউটি প্রোডাক্টের ইভেন্ট করা, সেটাও আমার এনে দেওয়া।” 


বিজ্ঞাপন


রাজ রিপা যোগ করেন, ‘দুঃখ শুধু একটাই তাঁর খারাপ সময় পাশে এসে দাঁড়িয়ে ছিলাম আর তিনি আমার সুন্দর সময় গুলোর ১২টা বাজিয়ে দিলন। শুধু তার অসুস্থতার বাহানায় আটকে আছে সব। সাথে আমিও অসুস্থ হয়ে পড়ছি মেন্টালি। জাজ মাল্টিমিডিয়ার ‘ময়না’ সিনেমা রিলিজে তাও নিজের মনকে সান্ত্বনা দিয়ে রেখেছি। কিন্তু এইবার সিনেমা করার শখ সত‍্যিই মিটে গেছে। পরিচালকে রেগে কিছু বলতে গেলে বলে সিনেমার হার্ডডিস্ক নষ্ট করে ফেল্লে নাকি কিছুই করার থাকবে না। আমার সিনেমায় আমাকে হুমকি।’

raj_ripa_h_gfgs

সবশেষে একগুচ্ছে প্রশ্ন তুলে লিখেছেন, ‘কি করবো? কার কাছে বিচার চাইব? মরতে তো হবে, বিচার আল্লাহ করবেন তাই না? আল্লাহর কাছে বেইমানির জবাব তুলে রাইখেন। ভাগ‍্যিস নিজে নিজে কিছু কাজ করে মনের শখগুলো পূরণ করছিলাম। তবুও আজকের পর থেকে আর না। এই শহর ছেড়ে সত‍্যিই চলে যাব। এই শহরের পরিচিত মানুষগুলোকেও আর চিনতে চাই না। সত‍্যিই এই ইন্ডাস্ট্রি আমার জন‍্য না। আমার অনেক রাগ আর এজন‍্য যদি কারও মনে কষ্ট দিয়ে থাকি মাপ করে দিয়েন। নিজের সাথে নিজের স্বপ্নকে মাটি চাপা দিলাম। আমার মতো এমন অসংখ্য স্বপ্নবাজরা এভাবেই হেরে যায় বেইমানের কাছে।’ 

ইএইচ/ 

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর