রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সেই রাজ রিপা কি এবারও থাকছেন তারকাদের ক্রিকেট লীগে?  

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪ মে ২০২৫, ০৬:০৫ পিএম

শেয়ার করুন:

সেই রাজ রিপা কি এবারও থাকছেন তারকাদের ক্রিকেট লীগে?  

গত বছর রমরমা আয়োজনের মধ্য দিয়ে প্রথমবারের মতো পর্দা ওঠে সেলিব্রেটি ক্রিকেট লীগ বা (সিসিএল)-এর। তবে সেবার মারামারিতে মাঝ পথেই স্থগিত হয়ে যাওয়ায় অনেকেই ধরে নিয়েছিলেন সেলিব্রেটি ক্রিকেট লীগ বুঝি পণ্ড হয়ে গেল। তবে শঙ্কা উড়িয়ে দিয়ে দুই বছর পর পুনরায় মাঠে গড়াচ্ছে। তবে নাম বদলে এবার হয়েছে ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’ (সিসিটি)।

লাইট, ক্যামেরা ছেড়ে আবারও বাইশ গজের মাঠে নামছে শোবিজ তারকারা। চার-ছক্কার ঝড় তুলতে প্রস্তুত ৪টি টিমের তারকা অভিনয় শিল্পীরা। তবে এবারের আসরে যোগ দিচ্ছেন না সিসিএল দিয়ে আলোচনায় আসা অভিনেত্রী রাজ রিপা। এ প্রসঙ্গে ঢাকা মেইলকে রাজ রিপা বলেন, ‘আল্লাহ যদি আমাকে এতটুকু সম্মানবোধ দিয়ে থাকে তাহলে ওখানে যাওয়ার প্রশ্নই আসে না।’ 

ripao_20231004_161402043

এদিকে সিসিটি নিয়ে আলোচনা শুরু হতেই দর্শকদের অনেকে রাজ রিপার প্রসঙ্গ তুলছেন। গেল সিসিএলে অভিনেত্রীর করা মন্তব্য নিয়েও ট্রল করছেন কেউ কেউ। তবে রিপার মতে এসব ‘হাস্যকর’। 

উল্লেখ্য, ২০২৩ সালের গত ২৯ সেপ্টেম্বর মোস্তফা কামাল রাজ ও দীপংকর দীপনের দলের মধ্যে খেলা চলাকালীন মাঠে চরম উত্তেজনা বিরাজ করছিল। মাঠের বাইরে থাকা দুই দলের সতীর্থদের মধ্যেও ছড়িয়ে পড়ে এ উত্তাপ। এরপরই দুই পক্ষের শুরু হয় হাতাহাতি। রাত সাড়ে ১১টার দিকে গিয়ে দ্বিতীয় দফায় শুরু হয় মারামারি। এতে আহত হন রাজ রিপা। ওই মারামারির কারণেই স্থগিত হয় সিসিএল। সেবার সংবাদমাধ্যমের সামনে মিডল ফিঙ্গার দেখিয়েও সমালোচিত হয়েছিলেন রাজ রিপা। 

rr-20221113190547

বলে রাখা ভালো, ২০২৫ এর সিসিটিতে অংশ নিচ্ছেন চার বরেণ্য পরিচালকের ৪ দল টাইটানস, নাইট রাইডার্স, জেভিকো কিংস, স্বপ্নধরা স্পারটান্স। এবার খেলা অনুষ্ঠিত হবে বসুন্ধরা স্পোর্টস সিটির ক্রিকেট স্টেডিয়ামে। ৬ ওভারের পরিবর্তে পুরো টি-২০ ফরম্যাটের নিয়মে ফ্লাডলাইটের আলোয় অনুষ্ঠিত হবে ম্যাচ। ফাইনালসহ মোট ৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে।   

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর