সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ঢাকা

অভিনেত্রীকে আপত্তিকর স্পর্শ, ছোট ভাগ্নেকেও জড়িয়ে ধরতে বলেন অভিনেতা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৮ পিএম

শেয়ার করুন:

অভিনেত্রীকে আপত্তিকর স্পর্শ, ছোট ভাগ্নেকেও জড়িয়ে ধরতে বলেন অভিনেতা
অঞ্জলি রাঘব

ভোজপুরি সুপারস্টার অভিনেতা পবন সিংয়ের বিরুদ্ধে আপত্তিকর স্পর্শের অভিযোগ অভিনেত্রী অঞ্জলি রাঘবের। এ ঘটনার পর এক ভিডিও বার্তায় অভিনেত্রী জানান, তিনি আর ভোজপুরি ইন্ডাস্ট্রিতে কাজ করবেন না। 

সম্প্রতি একটি গানের প্রচার অনুষ্ঠানে অঞ্জলি-পবন উপস্থিত ছিলেন। মঞ্চে হঠাৎ অঞ্জলির কোমরে অকারণে হাত রাখেন পবন। শুরুতে বিষয়টি নিয়ে কথা না উঠলেও পরে তা ভিন্ন রূপ নেয়। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। পরে তীব্র সমালোচনার মুখে পড়েন পবন। এ ঘটনায় অভিনেত্রীর কাছে ক্ষমা প্রার্থনা করেন অভিনেতা।  


বিজ্ঞাপন


অভিনেত্রীকে স্পর্শের বিতর্কের রেশ কাটতে না কাটতেই নতুন ভিডিও ভাইরলা। ভিডিওতে দেখা যায়, ওইদিনে মঞ্চে থাকা একটি বাচ্চা ছেলেকে অঞ্জলি এবং তাঁর পাশে উপস্থিত অন্য একজনকে জড়িয়ে ধরার নির্দেশ দেয়। প্রথমে শিশুটি এই আদেশ মানতে দ্বিধাগ্রস্ত হয়। পবনের কথার বিরোধিতা করে। 

তবে, পবন যেন নাছোড়বান্দা বাচ্চাটিকে ক্রমশ জোর দিতেই থাকেন। এমনকি বাচ্চাটিকে বলার সময় নিজেই অভিনেত্রীকে জড়িয়ে ধরার চেষ্টা করতে থাকেন। এই ভিডিওটি ভাইরাল হতেই আবারও সরগরম নেটদুনিয়া। 

অভিনেতার আচরণকে দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করেছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘পবন সিংয়ের মতো একজন শিল্পী মানুষও নন, সামাজিকও নন। তিনি দিল্লি এবং হরিয়ানায় আসার যোগ্যও নন। তিনি নারীদের সম্মান করতে জানেন না। এই লোকটি একজন অভিনেতার মুখের আড়ালে লুকিয়ে থাকা একজন অপরাধী।’  

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর