সহ-অভিনেতার হাতে অভিনেত্রী হেনস্তার কথা হরহামেশায় শোনা যায়। তবে এবারই প্রথম প্রকাশ্যে সহশিল্পীকে আপত্তিকর স্পর্শ করতে দেখা গেল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে ভারতের হরিয়ানার অভিনেত্রী অঞ্জলি রাঘবের শরীরে আপত্তিকর স্পর্শ করছেন ভোজপুরি অভিনেতা ও সংগীতশিল্পী পবন সিং।
এরপরই অভিনেতার বিরুদ্ধে আপত্তিকর স্পর্শের অভিযোগ তুলেছেন অঞ্জলি। এ ঘটনার পর এক ভিডিও বার্তায় অভিনেত্রী জানিয়েছেন, তিনি আর ভোজপুরি ইন্ডাস্ট্রিতে কাজ করবেন না।
বিজ্ঞাপন
সম্প্রতি একটি গানের প্রচার অনুষ্ঠানে অঞ্জলি রাঘব ও পবন সিং উপস্থিত ছিলেন। মঞ্চে হঠাৎ অঞ্জলির কোমরে অকারণে হাত রাখেন পবন। শুরুতে বিষয়টি নিয়ে কথা না উঠলেও পরে তা ভিন্ন রূপ নেয়।
ভিডিওবার্তায় তিনি বলেন, ‘অনেকেই জানতে চাইছেন কেন তিনি সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখাননি বা চড় মারেননি। আবার কেউ কেউ তাঁকে হাসতে দেখে সমালোচনা করছেন।’ অভিনেত্রী প্রশ্ন তুলে বলেন, ‘আমি কি আনন্দ পাব যদি কেউ প্রকাশ্যে আমার অনুমতি ছাড়া ছুঁয়ে দেয়? একেবারেই এমনটা নয়।’
এরপর অঞ্জলি আরও বলেন, ‘কোনো মেয়েকে তাঁর অনুমতি ছাড়া স্পর্শ করাই ভুল। এভাবে স্পর্শ আরও বেশি ভুল। যদি এ ঘটনা হরিয়ানায় ঘটত, আমাকে কিছু বলতেই হতো না, মানুষ নিজেরাই প্রতিবাদ করত।’
বিজ্ঞাপন
সবশেষে তিনি বলেন, ‘আমাকে অনেকেই পরামর্শ দিয়েছিলেন কিছু না বলার জন্য। কারণ পবন সিংয়ের শক্তিশালী পিআর টিম (জনসংযোগ কর্মকর্তা) বিষয়টিকে উল্টে দিতে পারে।’
ইএইচ/

