টলিউডের জনপ্রিয় অভিনেতা রুদ্রনীল ঘোষ সম্প্রতি ভাগ করে নিলেন অভিনয় জীবন শুরুর আগের দিনের কিছু অজানা কথা। শোবিজ অঙ্গনে পা রাখার আগে ভারতের হাওড়া শহরে মাছের ঔষধ বিক্রি করতেন। অভিনয়ে প্রথম পারিশ্রমিক পেয়েছিলেন মাত্র ১৫০ টাকা, অথচ একই শুটিংয়ে অংশ নেওয়া একটি পোষ্য কুকুরের পারিশ্রমিক ছিল ৭০০ টাকা। সেই অভিজ্ঞতার কথা স্মরণ করে অভিনেতা বলেন, ‘আমরা কুকুরের থেকেও অধম।’
রুদ্রনীলের কথায়, ‘অভিনয় শুরুর আগে আমি মাছের ঔষধ বিক্রি করতাম। প্রথমবার কলকাতা দেখি সিনেমার শুটিং করতে এসে। এর আগে হাওড়া থেকে আসতাম সেকেন্ড ব্রিজ। যেটা এখন নবান্ন হয়ে গেছে। তখন হুগলি ব্রিজ দিয়ে শুধু বড়লোকদের গাড়ি যেত। সে সময় ব্রিজ ব্যবহারের জন্য একমাত্র প্রাইভেটকারের অনুমতি ছিল। তারপর হলুদ টেক্সি। কিন্তু টেক্সিতে ওঠার টাকা ছিল না।’

এরপর তিনি যোগ করেন, ‘সেই সময় মজার ঘটনা হচ্ছে আমার সঙ্গে তখন পোষ্য কুকুর অভিনয় করত। আমি অভিনয় করে পেয়েছিলাম ১৫০ টাকা। শুটিং শেষে কুকুরের মালিককে পারিশ্রমিক পেয়েছিলেন ৭০০ টাকা। আমি এবং আরও একজন অভিনেতা ছিল। পারিশ্রমিক দেওয়া দৃশ্য দেখে তিনি আমাকে বললেন, ‘আমরা কুকুরের থেকেও অধম। দেখো কুকুরের পারিশ্রমিক বেশি’। কষ্ট হতো তবে এটা তখন নিয়ম ছিল। তারপর আস্তে আস্তে নিয়ম ভাঙতে হয়েছে। টলিউডে নিয়ম ছিল ফর্সা না হলে অভিনেতা নয়। ফর্সা এবং লম্বা হলে দারুণ অভিনেতা।’
বলে রাখা ভালো, গত মাসের মাঝামাঝি রুদ্রনীলের নতুন সিনেমা ‘ধুমকেতূ’ মুক্তি পেয়েছে। ছবিটি দীর্ঘ ১০ বছর মুক্তির অপেক্ষায় ছিল। এই ছবিটি টলিউড অভিনেতা দেব-শুভশ্রী জুটির শেষ সিনেমা।
ইএইচ/

