ঢালিউড কিংবা টলিউড—রূপালি মঞ্চে রূপ লাবণ্য ছড়ানো এক অভিনেত্রী জয়া। যার অভিনয় দেখে মন্ত্রমুগ্ধ দর্শক বাহবা দিতে মোটেও কার্পণ্য করেন না। বরং সিনেমা হল থেকে বেরোনো দর্শকের চোখে জয়া লেগে থাকেন ঘরে ফেরা অবধি।
দর্শকের মন জয় কর নেওয়া জয়ার আজ (১ জুলাই) জন্মদিন। কততম জন্মদিন—প্রশ্নের উত্তর না হয় অজানাই থাক। বয়স যতই হোক তাতে কিবা আসে যায়! জয়ার মোহনীয় সৌন্দর্য বয়স জানার আগ্রহ কমিয়ে দেয় নিঃসন্দেহে। অনেকে মজা করে বলেন, জয়া যেন অষ্টাদশী।
বিজ্ঞাপন
জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছায় ভাসছেন জয়া। অনুরাগী থেকে শুরু করে সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি। সেই তালিকায় আছেন সৃজিত মুখার্জী ও রুদ্রনীল ঘোষ।
সিনেমায় অভিনয়ের সূত্র ধরেই জয়ার সাথে বন্ধুত্বের সম্পর্ক সৃজিত মুখার্জীর। সেকারণে জয়াকে খুব কাছ থেকে দেখেছেন তিনি। বন্ধুর জন্মদিনে জয়ার জন্য শুভ কামনা জানালেন সৃজিত।
ঢাকা মেইলকে তিনি বলেন, ‘জয়া অভিনেত্রী ও মানুষ হিসেবে খুবই ভালো। অভিনয় দ্বারা তিনি কলকাতায় যে জায়গা করে নিয়েছেন তা সত্যিই প্রশংসনীয়। জন্মদিনে তাকে শুভেচ্ছা জানাই। ভালো ভালো নির্মাতাদের সাথে ভালো ভালো চরিত্রে কাজ করুক, এটাই প্রত্যাশা করি।’
টালিগঞ্জের অন্যতম জনপ্রিয় অভিনেতা রুদ্রনীল ঘোষ। জয়া আহসানের সাথে ‘রাজকাহিনী’ ছবিতে অভিনয় করেছেন। জন্মদিন উপলক্ষে তিনিও জয়া আহসানকে শুভেচ্ছা জানালেন।
বিজ্ঞাপন
রুদ্রনীল বলেন, ‘শুভেচ্ছা! জয়া সুস্থ থাকুক আর তার কাজ দিয়ে মুগ্ধ করুক দুই বাংলার দর্শকদের। তার মতো গুণী অভিনয়শিল্পী দুই বাংলার জন্য আশীর্বাদ। দুই বাংলার সিনেমাকেই তিনি সমৃদ্ধ করে চলেছেন।’
এদিকে সম্প্রতি জয়া অভিনীত ‘ঝরা পালক’ শিরোনামের একটি সিনেমা কলকাতায় মুক্তি পেয়েছে। কবি জীবনানন্দ দাশের জীবনী অবলম্বনে সিনেমাটি নির্মিত হয়েছে। এতে তার সহশিল্পী ব্রাত্য বসু। এটি পরিচালনা করেছেন সায়ন্তন মুখোপাধ্যায়। এতে জয়ার অভিনয় প্রশংসিত হয়েছে।
আরএসও

