‘পুষ্পা ২’-এর প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক নারীর ঘটনায় জেলে যেতে হয় আল্লু অর্জুনকে। তার বাড়িতেও চালানো হয় ভাঙচুর। এবার ফের থানায় আল্লু। ভারতীয় পুলিশের একের পর এক প্রশ্নবাণে জর্জরিত নায়ক। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
সিনেমা হলে পদপিষ্ট হয়ে নারীর মৃত্যুর ঘটনায় আল্লু অর্জুনকে সমন পাঠায় হায়দরাবাদ পুলিশ। আজ মঙ্গলবার ১১টার মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে বলা হয় অভিনেতাকে। সে সমনে সাড়া দিয়েই নির্ধারিত সময়ে তিনি পৌঁছে যান হায়দরাবাদের চিক্কড়পল্লি থানায়। তারপরই শুরু হয় জিজ্ঞাসাবাদ। একের পর এক প্রশ্নবাণ।
বিজ্ঞাপন
শোনা গেছে, একাধিক প্রশ্ন করা হয়েছে সুপারস্টারকে। কেমন? যেমন – ৪ ডিসেম্বর সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২’ সিনেমার প্রিমিয়ারে যে তার যাওয়ার অনুমতি ছিল না তা কি তারকা জানতেন? আল্লুর এই হল ভিজিটের প্ল্যান কার ছিল? কোনো পুলিশকর্মী কি তারকাকে পদপিষ্টের ঘটনা জানিয়েছিলেন? নারীর মৃত্যুর খবর তিনি কখন জানতে পারেন? হলের বাইরে অনুরাগীদের সঙ্গে ইন্টারেকশনের অনুমতি কি তারকার ছিল?
এর আগে রোববার বিকেলে আল্লু অর্জুনের জুবিলি হিলসের বাড়ির সামনে হানা দেয় উন্মত্ত জনতা। অভিযোগ, হামলাকারীরা নিজেদের ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে পরিচয় দেয়। ‘উই ওয়ান্ট জাস্টিস’ বলে তাণ্ডব চালায়। আল্লুর বাড়ির ভেতর ঢুকে ফুলের টব ভেঙে দেয়, টমেটো ছোড়া হয়, পোড়ানো কুশপুত্তলিকা।

