বছর দুই আগে থেকে ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া রোগে আক্রান্ত হলিউডের জনপ্রিয় অ্যাকশন তারকা ব্রুস উইলিস। দীর্ঘ অভিনয় জীবনে দর্শকদের উপহার দিয়েছেন একগুচ্ছ জনপ্রিয় ছবি। সম্প্রতি তাঁর স্ত্রী এমা হেমিং একটি সাক্ষাৎকারে বলেছেন সব স্মৃতি ভুলে যাচ্ছেন ব্রুস।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্যমতে, ‘গুড মর্নিং আমেরিকা’ অনুষ্ঠানে এমার লেখা নতুন বই ‘দ্য আনএক্সপেক্টেড জার্নি’ নিয়ে একটি সাক্ষাৎকার প্রচার করা হয়। বইটির মাধ্যমে তিনি ডিমেনশিয়া সম্পর্কে সচেতনতা তৈরি করতে চান।
বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমার মনে আছে ডাক্তার আমাকে যখন এই রোগের নাম বলে আমি এ সম্পর্কে একদম কিছুই জানিনা এমনকি উচ্চারণও করতে পারছিলাম না। আমি মোটেই বুঝতে পারিনি এটি কী, আমি সম্পূর্ণ আতঙ্কিত হয়ে গিয়েছিলাম।’
এমা হেমিং অভিনেতা ব্রুসের প্রসঙ্গে বলেন, ‘সে হয়তো অসুস্থ হয়েও পুরোপুরি বুঝতে পারছিল না যে, তার মস্তিষ্ক ধীরে ধীরে কাজ করা বন্ধ হচ্ছিল। এখন আমরা তার সঙ্গে ভিন্নভাবে কথা বলি। প্রতিদিন হয়তো সব ঠিক থাকে না, কিন্তু কিছু মুহূর্তে ব্রুস নিজেকে প্রকাশ করতে পারে।’
বিজ্ঞাপন

এমা আরও বলেন, ‘ডাক্তার দেখানোর আগে ব্রুস স্বাভাবিক ছিলেন না। সারাক্ষণ কথা বলা স্বভাবের মানুষটি হঠাৎ চুপচাপ হয়ে গিয়েছিল! যখন পরিবারের সবাই মিলিত হতো, সে চুপচাপ থাকতো। যা তাঁর সাধারণ আচরণের সঙ্গে মিলছিল না। এটি দেখা সত্যিই ভয়াবহ অভিজ্ঞতার বিষয় ছিল।’
মানুষ যেমন তাঁর শৈশবে কথা বলতে পারে না। তেমনি ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া রোগের কারণে ব্রুস ঠিকভাবে কথা বলতে পারে না। অভিনেতার স্ত্রী বলেন, ‘ব্রুস এখন শৈশবের স্মৃতিতে আছে। সে আমাদের মনে করতে পারে না কিন্তু তাঁর হাসি তো আছে। যদিও সময় খুব দ্রুত চলে যাচ্ছে, আমি কৃতজ্ঞ যে সে এখনও আমাদের মধ্যে আছে।’
ইএইচ/

