রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাগদান সারলেন টেইলর সুইফট

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৫, ১২:২৫ পিএম

শেয়ার করুন:

বাগদান সারলেন টেলর সুইফট
টেলর সুইফট-ট্র্যাভিস কেলসে

অনেক দিন ধরেই আমেরিকান ফুটবল তারকা ট্র্যাভিস কেলসের সঙ্গে প্রেম করছেন বিশ্বখ্যাত সঙ্গীতশিল্পী টেইলর সুইফট। এবার এলো নতুন খবর। ২৬ আগস্ট সামাজিক মাধ্যমে সুসংবাদটি ভাগ করে নিয়েছেন গায়িকা নিজেই। 

নিজের ইনস্টাগ্রামে বাগদানের আংটির ছবি প্রকাশ করেন সুইফট। ক্যাপশনে লেখেন, ‌ ‘তোমাদের ইংরেজি শিক্ষিকা আর জিম শিক্ষকের বিয়ে হতে যাচ্ছে।’ ছবিগুলোতে দেখা গেছে, সবুজ গাছপালা, ফুলে ভর্তি জায়গার মাঝে টেলর এবং ট্র্যাভিস পোজ দিচ্ছেন। ছবিতে দেখা যায় দুজনে দারুণ খুশি। 


বিজ্ঞাপন


swift-kelce

গায়িকার এই পোস্টে ভক্তদের নজর কেড়েছে, অনামিকায় পরা হীরার আংটি। কমেন্ট বক্সে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। 

২০২৩ সালে প্রথমবার জুটি হিসেবে আলোচনায় আসেন সুইফট–কেলসে। ‘নিউ হাইটস’ পডকাস্টে সুইফটের নাম উল্লেখ করার পর বিষয়টি ভক্তদের নজরে আসে। একই বছর জুলাইয়ে টেইলরের বিখ্যাত এরাস ট্যুর কনসার্টে হাজির হয়েছিলেন কেলসে। 

swift-kelce-e


বিজ্ঞাপন


এর পর ওই বছরের সেপ্টেম্বর মাসে টেলরকে দেখা যায় কেলসের খেলার মাঠে, যেখানে তিনি কেলসের মায়ের পাশে বসেছিলেন। পরে সেটারডে নাইট লাইভ শো-তে একসঙ্গে হাত ধরে উপস্থিত হয়ে তারা প্রকাশ্যে নিয়ে আসেন সম্পর্ক। 

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর