মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘একগুচ্ছ কদম’ নিয়ে নির্বাক পারশা, মুগ্ধ দর্শক 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৫, ০১:০৬ পিএম

শেয়ার করুন:

‘একগুচ্ছ কদম’ নিয়ে নির্বাক পারশা, মুগ্ধ দর্শক 

বৈষম্য বিরোধী আন্দোলনে সাহসের জ্বালানীর জোগান দিয়েছিল কণ্ঠশিল্পী পারশা মাহজাবীন পূর্ণির গান। ‘চলো ভুলে যাই’ শিরোনামে মেধা শহীদদের নিয়ে দশ মিনিটে লেখা গানটি বিশ্বের আনাচ-কানাচে ছড়িয়ে পড়তেও লেগেছিল অল্প সময়। পারশার কথা ও সুরে লেগে থাকা হাহাকার অশ্রু ঝরিয়েছিল দেশবাসীর।

এদিকে শুধু সংগীতশিল্পী হিসেবে না, অভিনেত্রী হিসেবেও সুনাম রয়েছে পারশার। এর আগে দর্শকের ঘুম কেড়েছিলেন জাহিদ প্রীতমের ‘ঘুমপরী’ ওয়েব ফিল্মে অভিনয় করে। এতে ঊষা চরিত্রে দেখা গেছে পারশাকে।

536123629_1476011216919392_6851879854956711860_n

এবার তিনি হাজির হয়েছেন এক গুচ্ছ কদম নিয়ে। হ্যাঁ, ক্লোজআপ কাছে আসার গল্পের প্রথম নির্বাক চলচ্চিত্র ‘একগুচ্ছ কদম’-এ অভিনয় করেছেন পারশা। ৫ মিনিট দৈর্ঘ্যের সে ছবিতে তার বিপরীতে দেখা গেছে প্রান্ত আবিদকে। খুদে ছবিটি নির্মাণ করেছেন জাহিদ প্রীতম।

রাসেল মাহমুদের গল্পে ৫ মিনিট ১৫ সেকেন্ডের শর্টফিল্মে দুই শিল্পীর মুখে কোনো সংলাপ নেই, আছে শুধু ঝুমবৃষ্টির শব্দ আর খুদেবার্তায় আলাপ। শেষ মুহূর্তে গিয়ে একগুচ্ছ কদমের মাধ্যমে কাছাকাছি দুজন।

533404311_1476011283586052_3744159507425319400_n

দর্শকের মন ভরিয়েছে ‘একগুচ্ছ কদম’। মুক্তির তিন দিনে ইউটিউবে দর্শক সংখ্যা ছুঁয়েছে ১.৩ মিলিয়নের ঘর। মন্তব্যের ঘরে অনেকে প্রকাশ করেছেন মুগ্ধতা। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর