শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বুকে শেফালির মুখের ট্যাটু করালেন অভিনেত্রীর স্বামী 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৫, ০৪:৩৯ পিএম

শেয়ার করুন:

বুকে শেফালির মুখের ট্যাটু করালেন অভিনেত্রীর স্বামী 

মৃত স্ত্রীর শোক ভুলতে পারছেন না ‘কাঁটা লাগা’ খ্যাত অভিনেত্রী শেফালি জারিওয়ালার স্বামী পরাগ ত্যাগী। হারানো প্রিয়ার স্মৃতি ধরে রাখতে নিজের বুকে শেফালির মুখের ট্যাটু আঁকলেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, বুকে শেফালির ট্যাটু করাচ্ছেন পরাগ। তার মুখে নেই শরীর খোদাই করার যন্ত্রণা। বরং বেশ শান্ত রয়েছেন তিনি। এদিকে শেফালির যে ছবি বুকে ধারণ করলেন ঘরের দেওয়ালেও সে ছবি বাঁধাই করা আছে। 

jarioala_20250630_115235487

এদিকে কিছুদিন আগে শেফালি-পরাগের বিবাহবার্ষিকী ছিল। সেদিনও একইভাবে নিজের ভালোবাসার মানুষের স্মৃতিতে বুঁদ হয়েছিলেন পরাগ। শেফালির প্রতি পরাগের এই ভালোবাসা নেটিজেনদের আবেগী করে তুলেছে।

মাত্র ৪২ বছরে জীবনের লেনাদেনা চুকিয়ে চলে গেছেন শেফালি। ২৭ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। দেড় মাসেও শোকের নদীতে ভাটা পড়েনি পরাগের। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর