মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শার্ট প্যান্ট পরার দরকার কী, জুব্বা পরবা— কাকে বললেন শবনম ফারিয়া

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৫, ০২:৩০ পিএম

শেয়ার করুন:

শার্ট পেন্ট পরার দরকার কি, জুব্বা পরবা— কাকে বললেন শবনম ফারিয়া
শবনম ফারিয়া

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া কাজ করেছেন নাটক এবং ওয়েব ফিল্মে। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বেশ সরব। অনুরাগীদের সঙ্গে ভাগ করেন নেন নিজের অনুভূতি এবং স্থির ছবি। ভক্তরা তা লুফে নেন। ফারিয়াকে ভালোবাসে শুভেচ্ছা বার্তায় পোস্টের মন্তব্যের ঘর ভরিয়ে দেন। সেই সব মন্তব্যের জবাব দিতেও দেখা যায়। 

এবার ঘটেছে ভিন্ন এক ঘটনা। আজ রোববার (১৭ আগস্ট) নিজের ফেসবুকে কালো শাড়ি পরা দুইটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। কোনো ক্যাপশন দেননি। তবুও মুহূর্তের মধ্যেই পোস্টের মন্তব্যের ঘরে ভরে ওঠেছে অনুরাগীদের প্রশংসা বার্তায়। 

Sabnam_Faria_h

এরইমধ্যে একজন নেটিজেন মন্তব্য করেছেন, ‘এমন শাড়ি পরার দরকার কী? আপনি মুসলিম শালীন পোশাক পরেন আপা।’ এমন মন্তব্যের কারণে বেজায় চটেছেন অভিনেত্রী। তিনিও ছেড়ে কথা বলার পাত্র নন। ওই মন্তব্যের প্রতিক্রিয়ায় অভিনেত্রী লিখেছেন, তোমার এমন শার্ট প্যান্ট পরার দরকার কি? জুব্বা পরবা এবং নিশ্চিত করবে টাকনু যাতে দেখা যায়। আর সব মেয়েদের আনফলো করও!’

বলে রাখা ভালো, এর আগে গত মার্চ মাসে অভিনেত্রীর পোস্টে আপত্তি কর মন্তব্যের জেরে চাকরি হারিয়েছিলেন সাজেদা ফাউন্ডেশনের কর্মচারী। ওই ঘটনায় সবাইকে সোচ্চার হওয়ার আহ্ববান জানিয়ে অভিনেত্রী লিখেছিলেন, ‘আসুন আমরা সবাই হয়রানির বিরুদ্ধে সোচ্চার হই এবং এমন একটি পরিবেশ গড়ে তুলি যেখানে একে অন্যের প্রতি উদর ও সম্মানবোধ থাকবে।’
 
ইএইচ/ 

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর