শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

টাঙ্গাইল শাড়ি ভারতের দাবি, বিস্মিত শবনম ফারিয়া

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০২:২৫ পিএম

শেয়ার করুন:

টাঙ্গাইল শাড়ি ভারতের দাবি, বিস্মিত শবনম ফারিয়া

টাঙ্গাইল শাড়ির উৎপত্তি বাংলাদেশে নয়, বরং ভারতের পশ্চিমবঙ্গে বলে দাবি করেছে দেশটির সংস্কৃতি মন্ত্রণালয়। গত ২ জানুয়ারি নিজেদের জিওগ্র্যাফিক্যাল ইন্ডিকেশন তথা জিআই পণ্য হিসেবেও এ শাড়িকে স্বীকৃতি দিয়েছে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়।

এদিকে এ ঘটনার পর থেকেই সামাজিক মাধ্যমে চলছে প্রতিবাদের ঝড়। বাংলাদেশের পণ্য নিয়ে ভারতের এমন দাবির বিরুদ্ধে সমালোচনা করছেন দেশের সচেতন নাগরিকগণ। এ তালিকায় আছেন অভিনবেত্রী শবনম ফারিয়া।


বিজ্ঞাপন


আরও পড়ুন: মেয়েরা বোকা, বললেন ফারিয়া

ফেসবুকে টাঙ্গাইল শাড়ি পরিহিত নিজের বেশকিছু ছবি প্রকাশ করেছেন ফারিয়া। সেখানে লিখেছেন, আমাদের টাঙ্গাইলের শাড়ি। টাঙ্গাইলের শাড়ি বাংলাদেশের ঐতিহ্য, বাংলাদেশের অহংকার ।

এরপর তিনি লেখেন, টাঙ্গাইল শাড়ি বাংলাদেশের ইতিহাসের একটা অংশ আর সেই শাড়ির উৎপত্তি ভারতে দাবি করায় আমরা যারপরনাই বিস্মিত!

আরও পড়ুন: একটি মেয়ের নামে মিথ্যা ছড়ানো সবচেয়ে সহজ: ফারিয়া


বিজ্ঞাপন


এদিকে গত শনিবার (৩ ফেব্রুয়ারি) টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁতের শাড়িকে ভারতের শাড়ি হিসেবে দাবি করার প্রতিবাদে এবং বাংলাদেশের পণ্য হিসেবে জিআই স্বীকৃতির দাবিতে টাঙ্গাইল পৌর শহরের টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে সচেতন নাগরিক সমাজের উদ্যোগেমানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

এছাড়া দেশের বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকও জানিয়েছেন টাঙ্গাইল শাড়ির প্যাটেন্ট (ভৌগলিক নির্দেশক) পেতে জরুরি দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর