সম্প্রতি সামাজিকমাধ্যমে যুক্তরাষ্ট্র সফরের একগুচ্ছ ছবি প্রকাশ করেন অভিনেত্রী শবনম বুবলী। ছবিগুলোতে শাকিব খানের সঙ্গে বেশ অন্তরঙ্গে ভাবেই দেখা যায় অভিনেত্রীকে। ছেলে শেহজাদ খান বীর ও শবনম বুবলীর সঙ্গে শাকিবের ছবি প্রকাশ্যে আসাতেই সরগরম নেটদুনিয়া। সেই রেশ কাটতে না কাটতেই আবারও নতুন আলোচনার জন্ম দিলেন শাকিব।
গতকাল শনিবার (৯ আগস্ট) নিজের ফেসবুকে বড় ছেলেকে নিয়ে একটি স্টোরি শেয়ার করেছেন মেগাস্টার শাকিব। ওই ছবিতে দেখা গেছে সাদা টি-শার্ট, প্যান্ট এবং চোখে পরেছেন কালো চশমা। একটি বিলাসবহুল গাড়িতে বসে আছেন। ছবিটি প্রাকাশ করে ক্যাপশনে শাকিব লিখেছেন, ‘মিস ইউ পাপা’।
বিজ্ঞাপন

শাকিবের এই স্টোরি শেয়ার সামাজিক মাধ্যমে নতুন আলোচনার জন্ম দিয়েছে, যেখানে অনেকেই তার পিতৃত্বের মমত্ব এবং সন্তানের জন্য তার আন্তরিকতার প্রশংসা করছেন।
এদিকে, গতকাল শুক্রবার নিজের ফেসবুক পেজের একটি স্টোরিতে শাকিব খান জানিয়েছেন, বড় পর্দার জন্য বড় বড় স্বপ্ন নিয়ে দিনের পর দিন ছোটাছুটি চলছে। এই সময়ের নীরবতা মানে কোনো শূন্যতা নয়; বরং বড় কিছু ঘটার অপেক্ষা। শাকিব খান আরো উল্লেখ করেন, খুব শিগগিরই এমন কিছু নিয়ে ফিরে আসছেন তিনি, যাতে থাকছে সাহসী, স্মরণীয় এবং আইকনিক কিছু।
ইএইচ/

