শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কবে ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘সাইয়ারা’? 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২ আগস্ট ২০২৫, ০৩:৩৩ পিএম

শেয়ার করুন:

কবে ওটিটিতে মুকিত পাচ্ছে ‘সাইয়ারা’? 

গত ১৮ জুলাই মুক্তিপ্রাপ্ত রোমান্টিক সিনেমা ‘সাইয়ারা’ বলিউড বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছিল। আহান পাণ্ডে ও অনিত পাড্ডার রসায়নে মুগ্ধ সিনেপ্রেমীরা। পরিচালক মোহিত সুরির ছবিটি বিশ্বব্যাপী আয় করেছে ৫’শো কোটি রুপির বেশি। এবার ওটিটি মাধ্যমে মুক্তি পাচ্ছে ছবিটি। 

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে দেখা যাবে আহান পান্ডে ও অনীত পান্ডা অভিনীত এই ছবি। যশ রাজ ফিল্মসের কাস্টিং ডিরেক্টর শানু শর্মা সামাজিকমাধ্যমের এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। শুধু তাই নয়, ওটিটিতে সিনেমাটি মুক্তির তারিখও প্রকাশ্যে এনেছেন। আগামী ১২ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে সাইয়ারা।

এদিকে ‘সাইয়ারা’র মাধ্যমে রীতিমতো তারকা আহান-অনিত। সেইসঙ্গে ছড়িয়েছে তাদের প্রেমের গুঞ্জন। সম্প্রতি তাদের একটি শপিং মলের বাইরে একসঙ্গে দেখা যায়। আর সেখানে পাপারাজ্জিদের মুখোমুখি হতেই নিজেদের আড়াল করতে চেষ্টা করেন আহান-অনিত। সেখান থেকেই জল্পনার শুরু।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর