শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হোটেলে নিয়ে দরজা বন্ধ করে দেন মদ্যপ পরিচালক, মুখ খুললেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২ আগস্ট ২০২৫, ১২:২৭ পিএম

শেয়ার করুন:

হোটেলে নিয়ে দরজা বন্ধ করে দেন মদ্যপ পরিচালক

চলচ্চিত্রাঙ্গনে ‘কাস্টিং কাউচ’ নতুন কিছু নয়। অনেক আগে থেকেই পর্দার আড়ালে এমনটা চলছে। উঠতি অভিনয়শিল্পী বিশেষ করে অভিনেত্রীদের সঙ্গে বেশি ঘটছে। বহু নায়ক-নায়িকা লালসার শিকার হয়েছেন প্রযোজক-পরিচালকদের।

এবার কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন ভারতীয় অভিনেত্রী জেসমিন ভাসিন। ভয়াবহ সে অভিজ্ঞতা নিয়ে তিনি জানান, অডিশনের নামে হোটেল কক্ষে নিয়ে দরজা বন্ধ করে দিয়েছিলেন মদ্যপ পরিচালক। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

1653905137_jasmin-bhasin-6

জেসমিন জানান, মুম্বাইয়ের জুহুতে এক হোটেলে গিয়েছিলেন অডিশন দিতে। গিয়ে দেখেন লবিতে সারি বেঁধে বসে অপেক্ষায় আছেন তরুণীরা। তিনিও অপেক্ষায় থাকেন।
একপর্যায়ে ডাক এলে ভেতরে যান জেসমিন। দেখেন মদ্যপান করছেন পরিচালক। তাকে রেখে হোটেল কক্ষ থেকে বেরিয়ে যান কোঅর্ডিনেটর। পরিচালককে মদ পান করতে দেখে ঘাবড়ে যান জেসমিন। ফলে কিছু একটা অভিনয় করে দেখাতে বললে অনুরোধ করেন পরের দিন অডিশনের। কিন্তু পরিচালক রাজি হননি। উল্টো তৎক্ষণাৎ অডিশনের জন্য চাপ দেন তিনি।

অগত্যা জেসমিন অভিনয় করে দেখান। কিন্তু তাতে মন ভরে না পরিচালকের। তিনি খোলামেলা অভিনয় করতে বলেন। পাশাপাশি কক্ষের দরজা বন্ধ করে দিতে থাকেন হুমকি। এ অবস্থায় কোনোমতে ঘর থেকে বের হন জেসমিন।

water-girl-jasmin-bhasin-turns-on-glam-quotient-in-pink-mini-dress-in-swimming-pool-watch

অভিনেত্রীর ভাষ্য, ‘কিছুতেই অভিনয় পছন্দ হচ্ছিল না পরিচালকের। দৃশ্যটি ছিল, প্রেমিক ছেড়ে চলে যাচ্ছে। আমাকে আটকাতে হবে। কিন্তু হোটেলের ঘর বন্ধ করে পরিচালক আমাকে অন্য কিছুই করানোর চেষ্টা করছিলেন। তবে আমিও কায়দা করে সেখান থেকে পালিয়ে যাই। সেই দিন থেকে সিদ্ধান্ত নিই, আর কোনোদিন কোনো হোটেলের ঘরে অডিশন দিতে যাব না।’

২০১১ সালে ‘ভানম’ সিনেমার মাধ্যমে দক্ষিণী চলচ্চিত্রে নাম লেখান জেসমিন। এরপর কয়েকটি দক্ষিণ ছবিতে কাজ করেন তিনি। ছোটপর্দায় দেখা গেছে এ অভিনেত্রীকে। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর