শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

একা ঘরে অজ্ঞান করার চেষ্টা, অভিযোগ অভিনেত্রীর 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৪, ০৩:৫০ পিএম

শেয়ার করুন:

একা ঘরে অজ্ঞান করার চেষ্টা, অভিযোগ অভিনেত্রীর 

চলচ্চিত্রাঙ্গনে ‘কাস্টিং কাউচ’ নতুন কিছু নয়। অনেক আগে থেকেই পর্দার আড়ালে এমনটা চলছে। উঠতি অভিনয়শিল্পী বিশেষ করে অভিনেত্রীদের সঙ্গে বেশি ঘটছে। বহু নায়ক-নায়িকা লালসার শিকার হয়েছেন প্রযোজক-পরিচালকদের।

ভারতীয় টিভি অভনেত্রী রাশমি দেশাইও রয়েছেন এ তালিকায়। সম্প্রতি কাস্টিং কাউচ নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। অভিযোগ এনেছেন একা ঘরে পেয়ে অজ্ঞান করা হয়েছিল তাকে। 


বিজ্ঞাপন


rashami-desai_1731467547653_1731467555142

১৬ বছর বয়সে অভিনেত্রীকে এরকম হেনস্তা করা হয়েছিল। রাশমির কথায়, ‘দুর্ভাগ্যবশত আমাকে এই খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল। এ নিয়ে আমি বেশ কয়েকবার কথাও বলেছি। ইন্টারনেটে আমার বলা এই একই বিষয়ে অনেক কিছু পেয়ে যাবেন। আমার মনে আছে আমাকে একটা অডিশনের জন্য ডাকা হয়েছিল। যখন ওখানে যাই, ওই লোকটি ছাড়া আর কেউ ছিল না। তখন আমার বয়স মাত্র ১৬, আমাকে অজ্ঞান করার চেষ্টা করেছিল সে। আমার খুব অস্বস্তি হচ্ছিল, কোনোরকমে আমি বেরিয়ে এসেছিলাম। কিছু সময় পর, আমি আমার মাকে সব কথা বলি।’

এরপর বলেন, ‘আমার মনে আছে, আমি পররদিন মা-কে সঙ্গে নিয়ে সেই লোকটার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আর আমার মা ওকে শিক্ষা দিতে কষিয়ে চড় মেরেছিল। কাস্টিং কাউচ সত্যিই আছে। আমার সঙ্গেই হয়েছে। আসলে সব ইন্ডাস্ট্রিতেই ভালো আর খারাপ, দুরকম মানুষকে পাওয়া যায়। আমার ভাগ্য ভালো, পরে আমি অসাধারণ মানুষদেরকে পাশে পেয়েছি। ভগবান সহায় ছিল।’

1606279575_5fbde197c53b7_rashmi-desai


বিজ্ঞাপন


রাশমি বর্তমানে ভারতীয় ছোটপর্দার জনপ্রিয় মুখ। ইশক কা রং সফেদ এবং আধুরি কাহানি হামারি-র মতো হিন্দি সিরিয়ালে দেখা গেছে তাকে। এরইমধ্যে নাম লিখিয়েছেন সিনেমায়। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর