শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এখন স্লোগান শুনলে লজ্জায় মাথা নত হয়ে যায়: শাহনাজ খুশি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০ আগস্ট ২০২৫, ০৩:৪১ পিএম

শেয়ার করুন:

এখন শ্লোগান শুনলে লজ্জায় মাথা নত হয়ে যায়: শাহনাজ খুশি

সাম্প্রতিক সময় বিভিন্ন সভা-সমাবেশে অশ্লীল স্লোগানের এক অসুস্থ প্রতিযোগিতা চলছে। যা নিয়ে উদ্বীগ্ন সুশীল সমাজ এবং সচেতন নাগরিকারা। নেটিজেনরা বেশ বিরক্তি প্রকাশ করছেন। এ ঘটনায় শোবিজের অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। 

গতকাল শনিবার (৯ জুলাই) নিজের ফেসবুকে অশ্লীল স্লোগান নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অভিনেত্রী শাহনাজ খুশি। সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানিয়ে তিনি লেখেন, ‘হায় রে স্লোগান! একটা সময় স্লোগান শুনলে দেশের জন‍্য মন উত্তাল হয়ে উঠত। সব দলের আর্দশ প্রকাশ পেত তাদের মিছিল, শ্লোগানে! এখন স্লোগান শুনলে দ্রুত ফোনের সাউন্ড বন্ধ করি। চারপাশে কেউ আছে নাকি দেখি! বাচ্চা, বয়োজেষ্ঠোরা পাশে থাকলে লজ্জায় মাথা নত হয়ে যায়। ছিঃ, কি ভাষা?’

khushi_g_g

এরপর তিনি যোগ করেন, ‘‘অনেক অসভ‍্য স্লোগানের সাথে আজ দেখলাম নতুন আরেকটা যুক্ত হয়েছে, ‘এক-দুই-তিন-চার………।’ ছিঃ! সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা দুনিয়া দেখেছে। এই আমাদের দেশ। কারো কিচ্ছু যায় আসে না!’’

সবশেষে খুশি লিখেছেন, ‘রাজনীতি করতে শিক্ষা লাগে স‍্যার। সেটা প্রকৃত শিক্ষা, শুধু সার্টিফিকেট নয়। আক্রোশ দিয়ে কিছু দিন ক্ষমতা ধরে রাখা যায়। মানুষ ধরে রাখা যায় না। অবশ‍্য মানুষ এখন আর লাগেও না। মানুষকে আর কে ভাবছে?’

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর