ঈদের সিনেমাগুলোর মধ্যে লম্বা রেসের ঘোড়ায় পরিণত হয়েছে উৎসব। দেশ-বিদেশে বাংলা ভাষাভাষীরা হুমড়ি খেয়ে পড়ছেন ছবিটি দেখতে। কিন্তু নিজের ছেলে সৌম্য জ্যোতি অভিনয় করা সত্ত্বেও এতদিন ছবিটি দেখা হয়নি অভিনেত্রী শাহনাজ খুশির। মুক্তির এক মাস পর উৎসব দেখেছেন অভিনেত্রী। সামাজিক মাধ্যমে নিজেই জানিয়েছেন বিষয়টি।
আজ শনিবার নিজের ফেসবুকে প্রেক্ষাগৃহের একটি ভিডিও প্রকাশ করেছেন খুশি। সেখানে দেখা যাচ্ছে শো শেষে দর্শকের সামনে দাঁড়িয়ে সৌম। তাকে উচ্ছ্বাসে জড়িয়ে ধরেন মা খুশি। এসব ছিলেন অভিনেত্রীর আরেক সন্তান দিব্য জ্যোতিও। তাদের সঙ্গে এসে যোগ দেন বৃন্দাবন দাসও। সব মিলিয়ে এক আবেগঘন পরিস্থিতি সৃষ্টি হয়।
বিজ্ঞাপন
ভিডিওটি প্রকাশ করে খুশি লিখেছেন, ‘‘অবশেষে প্রায় একমাস পরে, পরম কাঙ্ক্ষিত ‘উৎসব’ সিনেমা দেখা হলো আমার, সেটাও দেশের বাইরের সিনেমা হলে, আমার বাচ্চাদের সাথে।’
এরপর লিখেছেন, মা দিবসসহ কয়েকটা বাংলা অনুষ্ঠানে যোগদানের জন্য সিনেমা মুক্তির আগে থেকে আমি অস্ট্রেলিয়ায়। সিনেমার হাজার রিভিউ পড়েছি আর অধীর আগ্রহে অপেক্ষা করেছি বাংলাদেশের মন জয় করা সিনেমাটি দেখার জন্য। এই অপেক্ষার আরও একটি অন্যতম প্রাণ চঞ্চল করা কারণ, আমার সৌম্য একটা ছোট্ট অংশ সেখানে।’
আরও লেখেন, ‘যাদের ঘরে এবং ঘর থেকে বের হওয়ার সুক্ষাতিসুক্ষ সব আয়োজন থাকে আমার নিজের হাতে, সঙ্গ থাকে নিশ্ছিদ্র, সেই বাচ্চাটার একটা সিনেমা মুক্তি হয়েছে আর আমি ছিলাম না ওর সাথে এবং দেখাও হয়নি। রোজই সিনেমা হল থেকে ফিরে ছবি/ভিডিও পাঠাত আর ফোন করে কাঁদত।’
অভিনেত্রীর কথায়, অবশেষে অস্ট্রেলিয়ায় সেই কাঙ্ক্ষিত সময়, ‘২৭ তারিখ থেকে ১৩ তারিখ সব টিকিট শেষ। আমি অন্যের টিকেটে দেখার সুযোগ পেলাম। সব মায়েরা বুঝতে পারবে আমার এ আবেগ। আমি প্রচন্ড আবেগপ্রবণ মানুষ, সিনেমা দেখে আনন্দ-বেদনা এবং পরিপূর্ণ সুখানুভূতিতে পুরো কুয়াশায় ডেকে গেলাম।’
বিজ্ঞাপন
সবশেষে লিখেছেন, ‘কত শত রিভিউ দেখেছি, কিছু বাঁকি নাই আর। তবুও নিজেকে গুছিয়ে, আরও ২/৪ টা শোয়ে সবার অনুভূতি দেখার সুযোগ হবে আমার, তারপর চেষ্টা করব কিছু লিখতে। আপাতত বাংলা সিনেমার বিদেশে বাঙালি হৃদয় জয়ের দর্শক সারিতে আমি।আমার দেশের সিনেমার জয় হোক, বাংলা সিনেমা বাঙালির সংস্কৃতি অলংকৃত করুক।’
‘উৎসব’ নির্মাণ করেছেন তানিম নূর। সৌম্যর সঙ্গে ছিলেন সাদিয়া আয়মান। ছবিটিতে আরও অভিনয় করেছেন জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল। এক সিনেমায় এতজন তারকার উপস্থিতি দেশীয় চলচ্চিত্রে বিরল। এক সিনেমায় এতজন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনয়শিল্পীর কাজ করার ঘটনা নেই বললেই চলে।

