রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জাপানের ছবিতে রোহিঙ্গা ক্যাম্পের গল্প

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৮ আগস্ট ২০২৫, ০৫:০৭ পিএম

শেয়ার করুন:

ভেনিস চলচ্চিত্র উৎসবে রোহিঙ্গা ক্যাম্পের গল্প

বিশ্বের সবচেয়ে পুরোনো ও মর্যাদাপূর্ণ চলচ্চিত্র আসরগুলোর একটি ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবার ৮২তম আসরের পর্দা উঠতে যাচ্ছে চলতি মাসের ২৭ আগস্ট। চলচ্চিত্র উৎসব আয়োজনের পর্দা নামবে ৬ সেপ্টেম্বর। 

এবার ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসনের ৮২তম আসর আয়োজিত হলেও এ পর্যন্ত বাংলাদেশের কোনো সিনেমায় মনোনয়ন পায়নি। বাংলাদেশের কোনো সিনেমা এ আসরে সুযোগ না পেলেও রোহিঙ্গা ক্যাম্পের দুই শিশুর গল্প ‘লস্ট ল্যান্ড’সিনেমাটি জায়গা করে নিয়েছে।  


বিজ্ঞাপন


ভেনিস ও বুদাপেস্টে পুরস্কার পেল গোলাম রাব্বানীর 'আনটাং'

জাপান, মালয়েশিয়া, ফ্রান্স ও জার্মানির যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা ‘লস্ট ল্যান্ড’। এটি পরিচালনা করেছেন জাপানের নির্মাতা আকিও ফুজিমোটো। এ সিনেমার মাধ্যে তুলে ধরা হয়েছে রোহিঙ্গাদের জীবন সংকটের গল্প। রোহিঙ্গা ক্যাম্পের ৯ বছরের সামিরা ও চার বছরের সাফি তাঁর পরিবার খোঁজার গল্প তুলে ধরেছেন নির্মাতা।

lands

কী আছে এই গল্পে? 


বিজ্ঞাপন


পরিবার থেকে হঠাৎ করেই বিচ্ছিন্ন হয়ে যাই দুই ভাই-বোন। হারিয়ে ফেলে দীর্ঘদিনের বসতি। তাদের আশ্রয় হয় বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে। এই ক্যাম্প থেকে পরিবারকে খুঁজতে দুই শিশু মালয়েশিয়ায় যাওয়ার বিপৎসংকুল এক পথ বেছে নেয়। এভাবেই এগিয়েছে সিনেমাটি। 

‘লস্ট ল্যান্ড’ ছবিটি ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘অরিজোন্তে’ শাখায় প্রদর্শিত হবে। এ সিনেমার দুইটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছে মোহম্মাদ শফিক রিয়াস উদ্দীন ও সোমিরা রিয়াস উদ্দীন। প্রেক্ষাপট বাংলাদেশের হলেও এর শুটিং হয়েছে থাইল্যান্ডে। 

বলে রাখা ভালো, ৮২তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সোনালি সিংহ জয়ের জন্য প্রতিযোগিতা করবে মোট ২১টি ছবি। 

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর