রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চলচ্চিত্র উৎসবে গ্রেফতার অভিনেতা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪১ এএম

শেয়ার করুন:

চলচ্চিত্র উৎসবে গ্রেফতার অভিনেতা

কথা ছিল মঞ্চে গিয়ে নিজ হাতে পুরষ্কার নেবেন। কিন্তু মঞ্চে ওঠার আগেই জুটল তিরষ্কার। যেই হাতে থাকার কথা ছিল ক্রেস্ট। সেই হাতে পড়ল হাতকড়া। এমনটাই ঘটেছে অভিনেতা গ্যাব্রিয়েল গুয়েভারার সঙ্গে। যৌন হেনস্থার অভিযোগে তাকে ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে গ্রেফতার করা হয়। 

হলিউড রিপোর্টারের প্রতিবেদন অনুযায়ী, ফ্রান্সে যৌন নিপীড়নের অভিযোগে অভিনেতার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। এই অভিনেতা অ্যামাজন প্রাইমের মাই ফল্ট, কুলপা মিয়ারের জন্যও বেশি পরিচিত।


বিজ্ঞাপন



 
ভেনিস পুলিশ গ্যাব্রিয়েলের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে ইতিমধ্যেই। 

চলচ্চিত্র উৎসবে একটি সাংবাদ সম্মেলন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল অভিনেতার।

চলচ্চিত্র উৎসবে সেরা তরুণ অভিনেতার সম্মান পাওয়ার কথা ছিল তার। স্প্যানিশ নাটক এবং চলচ্চিত্র ছাড়াও, গ্যাব্রিয়েল হাউ টু স্ক্রু ইট অল আপ (২০২২) এবং ইউ আর নাথিং স্পেশ্যাল ছবিতে অভিনয় করার জন্যও পরিচিত।


বিজ্ঞাপন


৮০ তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে লা বিয়েনাল ডি ভেনেজিয়া এবং পরিচালনা করেছেন আলবার্তো বারবেরা। এটি ভেনিস লিডোতে অনুষ্ঠিত হচ্ছে। ৩০ অগাস্ট শুরু হয়েছিল এই উৎসব। এবং ৯ সেপ্টেম্বর উৎসবের পরিসমাপ্তি ঘটবে। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর