শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সালমানের দেহরক্ষী শেরার বাবা মারা গেছেন

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৮ আগস্ট ২০২৫, ১১:৩৪ এএম

শেয়ার করুন:

সালমানের দেহরক্ষী শেরার বাবা মারা গেছেন

দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই শেষে, না ফেরার দেশে পাড়ি জমালেন সালমান খানের দেহরক্ষী শেরা ওরফে গুরমিত সিং জলির বাবা সুন্দর সিং জলি। গত বুধবার (৬ জুলাই) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। 

সামাজিকমাধ্যমে একটি বিবৃতির মাধ্যমে বাবার মৃত্যুর খবর জানান শেরা। ওই বিবৃতিতে তিনি বলেন, ‘তার (সুন্দর সিং জলি) শেষযাত্রা আজ (বৃহস্পতিবার) বিকেল ৪টায় আন্ধেরির ওশিওয়ারায় তাদের বাসভবন থেকে শুরু হবে।’


বিজ্ঞাপন


সম্প্রতি সুন্দর সিংয়ের ৮৮তম জন্মদিন পালন হয়। ঠিক চার মাস পর তিনি না ফেরার দেশে। জন্মদিন উপলক্ষে শেরা ইনস্টাগ্রামে বাবার সঙ্গে কাটানো মুহূর্তের কিছু ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘আমার জীবনের সবচেয়ে শক্তিশালী মানুষ, আমার ঈশ্বর, আমার অনুপ্রেরণা ৮৮তম জন্মদিনের শুভেচ্ছা বাবা! আমার সব শক্তি তোমার থেকেই আসে। তোমাকে চিরকাল ভালোবাসি।’

sera_hhfgh

এদিকে সালমানের দেহরক্ষী বাবার মৃত্যুর খবর পেয়ে শেরার বাড়িতে ছুটে আসেন বলিউড ভাইজান। সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, সালমান তাঁর গাড়ি থেকে নেমেই শেরার গলা জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছেন। 


বিজ্ঞাপন


শেরার বাবার মৃত্যুর খবর পেয়ে ছুটে আসেন সালমানের ঘনিষ্টজন হিসেবে পরিচিত বাবা সিদ্দিকীর ছেলে শেহজিন সিদ্দিক। এছাড়াও সালমান খানের ম্যানেজার সহ শুভাকাঙ্খীরা।  

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর