বিভিন্ন নাটকীয় ঘটনার পর ভেঙেই গেল হিরো আলম-রিয়া মনির সংসার। আলমকে ডিভোর্স দিয়েছেন রিয়া মনি। সামাজিক মাধ্যমে খবরটি তিনি নিজেই জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার নিজের ফেসবুকে রিয়া মনি লিখেছেন, ‘পবিত্র কোরআন নিয়ে মিথ্যা কথা বলা হিরো আলমের নিত্যদিনের কাজ। আত্মহত্যা করার নাটক করে আমাকে ফিরিয়ে নিয়ে কিছুক্ষণ যায় ইতির কাছে কিছুক্ষণ যায় মিথিলার কাছে। আশা করি কোনো স্ত্রী এসব মেনে নেবে না। তাই হিরো আলম কে ডিভোর্স দিতে বাধ্য হলাম।’
বিজ্ঞাপন
বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমকে রিয়া মনি বলেন, ‘আমি হিরো আলমকে ডিভোর্স দিয়েছি। কয়েকদিনের মধ্যেই সে কাগজ পেয়ে যাবে।’
ম্যাক্স অভিকে নিয়ে রিয়া মনি বলেন, ‘ডিভোর্স চূড়ান্ত হতে তিন মাস অপেক্ষা করতে হবে। এরপর যদি ম্যাক্স অভিকে উপযুক্ত মনে হয় তবে বিয়ে করতেও পারি। সে আমার ভালো বন্ধু।’
এর আগেও আলাদা হয়েছিলেন রিয়া মনি-হিরো আলম। সেসময় হিরো আলম আত্মহত্যার চেষ্টা করলে তার কাছে ফিরে আসেন রিয়ামনি। কিন্তু কিছুদিন যেতেই দুজনে পথ দুদিকে বেঁকে গেল।

