শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হিরো আলমকে ডিভোর্স দেব: রিয়া মনি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৫, ০১:৪০ পিএম

শেয়ার করুন:

হিরো আলমকে ডিভোর্স দেব: রিয়া মনি

সামাজিকমাধ্যমে আবারও আলোচনায় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলম এবং তাঁর স্ত্রী রিয়া মনি। গতকাল নিজের ফেসবুকে স্ত্রীর একটি ছবি পোস্ট করে হিরো আলম লেখেন, ‘রিয়া মনি ম্যাক্স অভি ছবি আবারো কট খাইলেন। তাঁরা বর্তমানে কক্সবাজার হোটেলে আছেন।’

বিষয়টির সত্যতা নিশ্চিত করে রিয়ামনি গণমাধ্যমকে বলেন, ‘হ্যাঁ, আমরা কক্সবাজারে। আমি ও ম্যাক্স অভি একটা কাজে কক্সবাজারে এসেছি। তবে ঢাকায় গিয়ে আমি হিরো আলমকে ডিভোর্স দিব।’


বিজ্ঞাপন


হিরো আলমের অভিযোগের পর রিয়া তাঁর স্বামীর বিরুদ্ধে প্রতিজ্ঞা ভঙ্গের অভিযোগ করেন। রিয়ার ভাষ্য, ‘হিরো আলম আামাকে দেওয়া প্রতিজ্ঞা ভঙ্গ করেছে। সে আত্মহত্যার নাটক করেছে, আমি তাঁর কাছে ফিরে গেলাম, গিয়ে দেখি তাঁর মধ্যে কোনো পরিবর্তন নেই। সে আগের মতোই আছে।’ 

Hero_alom_and_riya

রিয়া মনি দাবি করেন হিরো আলম অনেকের সঙ্গেই সম্পর্ক রেখেছে, অথচ প্রতিজ্ঞা করেছিলেন তিনি এসব থেকে বেরিয়ে আসবেন। রিয়া বলেন, ‘কয়েকদিন আগে বগুড়া যাওয়ার কথা বলে সে ইতির কাছে গিয়েছে। আমার কাছে ভিডিও আছে, চাইলে আমি ভিডিও দিতে পারবো। একবার মিথিলার কাছে যায় একবার ইতির কাছে যায়। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি হিরো আলমকে ডিভোর্স দিব। কারণ সে আমাকে দেওয়া কথা ভঙ্গ করেছে।’


বিজ্ঞাপন


মডেল ম্যাক্স অভিকেই বিয়ে করবেন জানিয়ে আলোচিত এই মডেল বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি হিরো আলমকে ডিভোর্স দেব। এরপর হাতে তিন মাস সময় থাকবে। এই তিনমাসে অভিকে আমি দেখবো। যদি মনে হয় তার সঙ্গে থাকা যায় তাহলে আমি অভিকে বিয়ে করবো।’

hero_alom

বলে রাখা ভালো, সম্প্রতি হিরো আলম সম্প্রতি আত্মহত্যার চেষ্টা করেন। বগুড়ার ধুনট উপজেলায় এক ঘনিষ্ঠ বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে তিনি ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন। এরপর তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

হিরো আলমের অসুস্থতার খবর শুনে বগুড়ায় ছুটে যান স্ত্রী রিয়া মনি। সেখান থেকে ঢাকার কাছে একটি বাসায় নিয়ে আসেন। সে সময় একটি পোস্টে রিয়া তাঁর স্বামী হিরো আলমকে ভালো রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলেন। 

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর