শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মোশাররফ করিমের নতুন সিনেমা ‘কালা কাপুড়’, নির্মাণে কচি খন্দকার

মো: ইনামুল হোসেন
প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৫, ০৩:২৬ পিএম

শেয়ার করুন:

মোশাররফ করিমের নতুন সিনেমা ‘কালা কাপুড়’, নির্মাণে কচি খন্দকার

অভিনয়ের পাশাপাশি নির্মাণেও সিদ্ধহস্ত কচি খন্দকার। পরিচালনা করেছেন অসংখ্য জনপ্রিয় নাটক। বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। এবার সিনেমা বানাতে যাচ্ছেন তিনি। ‘কালা কাপুড়’ নামের এ সিনেমায় অভিনয় করবেন মোশাররফ করিম।  

নতুন সিনেমাটি প্রসঙ্গে নাট্যকার, অভিনেতা ও নির্মাতা কচি খন্দকার ঢাকা মেইলকে বলেন,  একটি গল্প মোটামুটিভাবে নিশ্চিত হয়েছে। ছবির নাম ‘কালা কাপুড়’। এতে থাকছেন মোশররফ করিম।


বিজ্ঞাপন


মোশাররফ করিম ছাড়া কে কে থাকছেন— জানতে চাইলে তিনি বলেন, ‘আমি চরিত্রকে বেশি গুরুত্ব দেই। প্রতিটি চরিত্র নিখুঁতভাবে উপস্থাপন করার চেষ্টা করি। এক্ষেত্রে সে যদি তারকা হয় তাহলে তারকা। যদি না হয়, তো না। এটি তারকাবহুল সিনেমা না। তবে চরিত্রের প্রয়োজনে বহু তারকা যুক্ত হবে এবং সিনেমার বিষয়ে তাঁদের সঙ্গে আমার কথা হয়। তাঁরা জানেন এই ছবিতে কারা যুক্ত থাকবেন।’ 

মফস্বলের একটি সত্যি ঘটনা অবলম্বনে নির্মাণ করা হবে ‘কালা কাপুড়’। কচি খন্দকারের কথায়, ‘‘সিনেমার গল্প অবর্তিত হবে মফস্বলের বাস্তব চরিত্রকে কেন্দ্র করে। আমার কাজগুলো যদি লক্ষ্য করেন, ‘বাই-সাইকেল’, ‘লিটল ম্যাগ’ সবগল্পে কোনো না কোনো সত্য ঘটনাকে তুলে ধরার চেষ্টা করেছি। এটা বলা যেতে পারে বাংলাদেশের মানুষের গল্পের চিন্তা এবং আমার গল্পের চিন্তা পুরোটাই আলাদা। আমি দাবি করতে পারি, আমার গল্পগুলো বিশ্লেষণ করলে বোঝা যাবে কারও সঙ্গে মিলবে না। তাঁরা কল্পনা নির্ভর গল্প বলার চেষ্টা করেন। আমি বরাবরই মৌলিক গল্প বলার চেষ্টা করি। এবারের সিনেমাটিও মৌলিক গল্প হবে। দেখলে সত্য মনে হবে। মফস্বলের একজন ব্যক্তির জীবন নিয়ে বিশ্লেষণ করা হয়েছে।’ এর বেশি জানাতে অনীহা প্রকাশ করলেন এ নির্মাতা ও অভিনেতা। জানালেন আনুষ্ঠানিকভাবে জানানো হবে সব। পারিবারিক ও সামাজিক প্রেক্ষাপটে নিয়েই গল্প এগোবে বলে ইঙ্গিত দিলেন শুধু। 

kochil


বিজ্ঞাপন


এদিকে কয়েক বছর ধরে সিনেমার ঘোষণা দিলেও বারবার পিছিয়ে আসছিলেন কচি খন্দকার। কারণ জানতে চাইলে বললেন, দেশের পরিস্থিতির কারণে একাধিকবার ছবির ঘোষণা দিয়েও কাজ করা সম্ভাব হয়নি। কেউ অর্থ লগ্নি করলে তাঁর চিন্তা থাকে লগ্নিকৃত অর্থ ঘরে তোলা। সিনেমা একটি প্রেক্ষাপট। দেশের পরিবেশ ঠিক না থাকলে মানুষ সিনেমা হলে যায় না। যদি ঝুঁকি থাকে তাহলে সিনেমা বানানো অর্থহীন। এ কারণেই বারবার পিছিয়ে এসেছি। যখন সিনেমার ঘোষণা দিয়েছি দেশের পরিস্থিতি অনুকূলে থাকেনি। যখনই সিনেমার প্রস্তুতি নিয়েছি তখন কোনো না কোনো প্রতিকূল প্রেক্ষাপট তৈরি হয়েছে। সে কারণে সিনেমা থেকে পিছিয়ে যেতে হয়েছে।’ 

তিনি যোগ করেন, ‘আর একটা কারণ ছিল— যখন সিনেমা নির্মাণের কথা ছিল সে সময় মোশাররফ করিমের শিডিউল চাপ ছিল। ওই চাপ কাটিয়ে ফের শিডিউল দেওয়া তাঁর জন্য কঠিন ছিল। এছাড়াও আরও কিছু কারণ আছে। তবে সেগুলো উল্লেখ করতে চাইছি না। এবার যে পদক্ষেপটা নিয়েছি তা নিয়ে মোশাররফের সঙ্গে কথা হয়েছে। আমরা একটা চিন্তার মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি। এরমধ্যে দুই একটা কাজ করব। এরপর সিনেমার দিকে এগিয়ে যাব। গল্প অনেক আগেই তৈরি করা। তবে ঘটা করে ঘোষণা দিতে চাই না। কারণ, বাববার পরিস্থিতি আমার বিপক্ষে যাচ্ছে। সেপ্টেম্বর-অক্টোবরের দিকে ছবির কাজ শুরু করবেন বলে জানালেন কচি খন্দকার। 

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর