রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ধানুষ-ম্রুণালের প্রেম নাকি গুঞ্জন

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৫, ১২:৪৫ পিএম

শেয়ার করুন:

ধানুষ-ম্রুণালের প্রেম নাকি গুঞ্জন

দক্ষিণী সুপারস্টার অভিনেতা ধানুষ ও অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের প্রেমের গুঞ্জনে ছয়লাপ সোশ্যাল মিডিয়া। অনেকের মনে সন্দেহের দানা বাঁধছে তবে কী সম্পর্কে জড়িয়েছেন তাঁরা। সম্প্রতি ম্রুণালের নতুন সিনেমা ‘সন অফ সর্দার ২’-এর বিশেষ প্রদর্শনীতে অংশ নিতে চেন্নাই থেকে মুম্বাই এসেছিলেন ধানুষ। 

বিশেষ প্রদর্শনীর সময় বেশ ঘনিষ্টভাবে দেখা গেছে তাঁদের। প্রদর্শনীর শুরতেই ধানুষকে বুকে জড়িয়ে নেন অভিনেত্রী। সিনেমা প্রদর্শন শেষে হলের মধ্যেই দুইজনকে হাত ধরে ঘুরতেও দেখা গেছে। যা দেখে দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন অনুরাগীরা।  

murna

তবে প্রশ্ন থেকে যায় ধানুষ-ম্রুণালের প্রেম সম্পর্ক নাকি নিছক গুঞ্জন? বছর তিন আগে থেকে দক্ষিণী সুপারস্টার অভিনেতা রজনীকান্তের মেয়ে ঐশ্বরিয়ার সঙ্গে একছাদের নিচে থাকনে না ধানুষ। দুইজনের দূরত্বের কথা সামাজিকমাধ্যমে পোস্টের মাধ্যমে জানিয়েছিলেন এই জুটি। সেই সময় পৃথক দুইটি পোস্টে ধানুষ-ঐশ্বরিয়া জানান ১৮ বছরের পথা চলার ইতি টানছেন।  

তবে বিচ্ছেদের ঘোষণা দেওয়ার কয়েকদিন পর অভিনেতার বাবা দাবি করেছিলেন তাঁদের বিচ্ছেদ হয়নি বরং পারিবারিক সমস্যা হয়েছে। অভিনেতার বাবার কথায় মনে আশার প্রদীপ জ্বালিয়েছিল অনুরাগীরা। তবে সেই প্রদীপে সরাসরি পানি ঢালেন ঐশ্বরিয়া নিজেই। গত বছর ধানুষের কাছে ডিভোর্স চাইতে আদালতে হাজির হয়েছিলে রাজকান্তের মেয়ে। তারপর থেকে আর কখনও একসঙ্গে দেখা যায়নি ধানুষ-ঐশ্বরিয়াকে। 

mrunal

আদালতে এসে ডিভোর্স চাওয়ার পর আইনিভাবে দুইজনের মধ্যে সম্পর্ক থাকে না। তাই বলা যায় দুইজনের জীবন এখন সম্পূর্ণ আলাদা। এই ঘটনার পর একাই রয়েছেন অভিনেতা। অন্যদিক অভিনেত্রী ম্রুণাল ঠাকুর এখনও বিয়ের পিঁড়িতেই বসেননি। 

সম্প্রতি জনপ্রিয় রিয়েলিটি শো ‘দ্যা গ্রেট ইন্ডিয়া কপিল শো’তে নিজের বিয়ের আভাস দিয়েছিলেন অভিনেত্রী। ওই অনুষ্ঠানের সঞ্চালক কপিল শর্মা অভিনেত্রীকে প্রশ্ন করেন, কবে বিয়ে করবেন? জবাব তখন হাসি মুখেই ম্রুণাল দিয়ে বলেন, ‘আমি তো বিয়ের জন্য পাত্র খুঁজছি। আমিও বিয়ে করতে চাইছি।’ ধানুষের সঙ্গে ঘনিষ্টতা অভিনেত্রীর বিয়ের গুঞ্জনে রসদ জুগিয়েছে। তবে নিজেদের সম্পর্কের বিষয়ে আনুষ্ঠানিকভাব কোনো মন্তব্যে করেননি দুই তারকা অভিনয় শিল্পী।   

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর