শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

২৪ ঘণ্টা সময় দিলাম, নয়নতারাকে ধানুষের আইনজীবীর হুঁশিয়ারি 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৪, ১২:১৬ পিএম

শেয়ার করুন:

২৪ ঘণ্টা সময় দিলাম, নয়নতারাকে আইনজীবীর হুঁশিয়ারি 

দক্ষিণী তারকা নয়নতারার মাত্র ৩ সেকেন্ডের ভিডিও নিয়ে তুলকালাম। এজন্য অভিনেত্রীর সঙ্গে দ্বন্দ্ব চরমে সুপারস্টার ধানুষের। একপর্যায়ে ধানুষ পাঠান ১০ কোটি রুপির আইনি নোটিশ। উত্তরে তার চরিত্র নিয়ে প্রশ্ন তুললেন নয়ন। এরপরই ধানুষের দিক থেকে নয়নতারাকে দেওয়া হলো ২৪ ঘণ্টার আল্টিমেটাম।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ধানুষ ১০ কোটি রুপির আইনি নোটিশ পাঠানোর পর সামাজিক মাধ্যমে এক দীর্ঘ চিঠি লেখেন নয়নতারা। সেখানে ধানুষকে ইচ্ছামতো ধুয়ে দেন ধানুষকে। এতে নায়ক কিছু না বললেও পদক্ষেপ নিয়েছেন তার আইনজীবী। 

nayanthara

লাস্যময়ী নয়নের আইনজীবীকে কড়াভাবে বলেছেন, “২৪ ঘণ্টা সময় দিলাম, নিজের মক্কেলকে ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেয়ারি টেল’ থেকে ‘নানুম রাউডি ধান’-এর বিনা অনুমতিতে নেওয়া দৃশ্য সরিয়ে ফেলতে বলুন। তা না করতে পারলে আমার মক্কেল শুধু ১০ কোটি টাকার ক্ষতিপূরণ নয়, আরও আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবে।”

নয়নতারার জীবনের কিছু মুহূর্ত নিয়ে নির্মিত হয়েছে ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেয়ারি টেল’। এটি ১৮ নভেম্বর মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে। এদিকে ২০১৫ সালে মুক্তি পায় নয়নতারা অভিনীত তামিল সিনেমা ‘নানুম রাউডি ধান’। সেখান থেকে ৩ সেকেন্ডের একটি দৃশ্য ছবির প্রযোজক ধানুষের কাছে ধার চেয়েছিলেন নয়তারা। নিজের তথ্যচিত্রে যুক্ত করতে চেয়েছিলেন।

nayan_20241117_125359726

তবে ধানুষ ব্যাপারটি নিয়ে কোনোরকম সৌজন্যতা দেখাননি। এমনকি পরিষ্কার করেও কিছু বলেননি। দিনের পর দিন এড়িয়ে গেছেন নায়িকাকে। এদিকে নয়নতারা ৩ সেকেন্ডের ওই দৃশ্যটি নিজের তথ্যচিত্রে যোগ করতেই তাকে ১০ কোটির আইনি নোটিশ পাঠান ধানুষ। এরপরই নয়নতারা প্রশ্ন তোলেন ধানুষের চরিত্র নিয়ে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর