গত ১২ জুলাই পোলো খেলতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের। তাঁর মৃত্যুর পর থেকে তিন হাজার কোটি রুপির সম্পত্তি নিয়ে পারিবারিক দ্বন্দ্ব চলছে। কাপুর পরিবারের রোমান্স, রহস্য আর পারিবারিক ব্যবসা দখলের লড়াই যে কোনো বলিউডি ছবির চিত্রনাট্যকেও হার মানাবে।
এরইমধ্যে সঞ্জয় কাপুরের মা রানি কাপুর অভিযোগ করেছেন তাঁর ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি দাবি করেছেন, ছেলের মৃত্যু স্বাভাবিক ছিল না। বরং ষড়যন্ত্র করে সঞ্জয়কে খুন করা হয়েছে।
বিজ্ঞাপন
ভারতীয় গণমাধ্যমের কাছে পাঠানো একটি চিঠিতে রানি কাপুর দাবি করেছেন, তাঁর কাছে এমন বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে যা প্রমাণ করতে পারে এটি নিছক দুর্ঘটনা নয়। প্ররোচনা, ষড়যন্ত্র, জালিয়াতি ও জাল সইয়ের মিলিত ফল সঞ্জয়ের আকস্মিক মৃত্যু।

তিনি আরও দাবি করেছেন, তাঁর কাছে এমন কিছু নথি রয়েছে যা সম্পত্তি হস্তান্তর এবং অবৈধ আইনি কর্যকলাপের প্রমাণ দেয়। এমনকি কিছু ব্যক্তি আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য হত্যার সঙ্গে জড়িতও থাকতে পারেন।
বিজ্ঞাপন
ওই চিঠিতে তিনি লিখেছেন, এমন বহু তথ্যপ্রমাণ রয়েছে যা দেখে মনে হচ্ছে এটি একটি সমন্বিত আন্তর্জাতিক ষড়যন্ত্রের ফল। যেখানে যুক্তরাজ্য, ভারত এবং আমেরিকার একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। ব্রিটিশ কর্তৃপক্ষের কাছে তিনি অনুরোধ জানিয়েছেন তাঁর অভিযোগের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হোক।

যুক্তরাজ্যের আইনের অধীনে খুন, ষড়যন্ত্র, ভুয়ো প্রতিনিধিত্ব, জালিয়াতির মতো একাধিক অপরাধ সংঘটিত হয়েছে। তাই রানি কাপুর অবিলম্বে একটি ফৌজদারি মামলা রুজু করে তদন্ত শুরুর আবেদন করেছেন।
রানি কাপুরের এই অভিযোগের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছেন সঞ্জয় কাপুরের তৃতীয় স্ত্রী প্রিয়া সঞ্জয় কাপুর। তাঁর অভিযোগ, ‘আমি যখন পুত্রবিয়োগের শোকে বিহ্বল, তখন আমাকে জোর করে কিছু নথিতে সই করানো হয়।’
ইএইচ/

