রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আমার অন্য কোনো দেশের পাসপোর্ট নেই: বাঁধন

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৫, ১২:১৬ পিএম

শেয়ার করুন:

আমার অন্য কোনো দেশের পাসপোর্ট নেই: বাঁধন

গত বছর ছাত্র আন্দোলনের শুরু থেকেই সরব ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। নেমেছিলেন রাজপথে। শিক্ষার্থীদের সঙ্গে একত্ব প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব ছিলেন অভিনেত্রী। ২০২৪ সালের ১ আগস্ট পুলিশের বাধা উপেক্ষা করে বৃষ্টিতে ভিজে রাজধানীর ফার্মগেটে সমাবেশ করেন দৃশ্যমাধ্যমের শিল্পীরা।

সেদিন সমাবেশ থেকে অভিনেত্রী বাঁধন বলেছিলেন, ‘যে অস্ত্র প্রকাশ্যে নিরিহ মানুষের ওপর নির্বিচারে গুলি চালায়। যে অস্ত্র নির্বিচারে গণগ্রেফতার করে, সেই অস্ত্র কখনও একটি গণতান্ত্রির রাষ্ট্রের প্রতিছবি হতে পারে না।’ 

Azmerk

কথার সুত্র ধরে সমাবেশে তিনি আরও বলেন,‘আজকে বাচ্চাগুলোর জায়গায় আমার মেয়ে থাকতে পারতো। ওই মানুষগুলোর জায়গায় আপনি বা আমি থাকতে পারতাম। এই অস্ত্র আমাদের নিরপত্তা দিতে পারেনি। এর দায় রাষ্টকে নিতে হবে। এর দায় অবশ্যই রাষ্ট্রকেই নিতে হবে। আমাদের নিরাপত্তা দিতে হবে।’ 

এরপর তিনি বলেন, ‘আমি যখন আমার অধিকারের জন্য রাস্তায় দাঁড়াবো তখন কেউ আমাকে দলীয় ট্যাগ দেবে না। এ (ট্যাগ দেওয়া) রাজনীতি থেকে বের হতে হবে। আমার অধিকার লাগবে। আমার অন্য কোনো দেশের পাসপোর্ট নেই। আমি এ দেশেই থাকব। এভাবেই থাকব। আমার অধিকার, স্বাধীনতা নিয়ে থাকব। এভাবে নিপেড়ীত হয়ে আমি থাকব না। আমার সন্তান এ পরিবেশে বেড়ে উঠবে না। কারণ, দেশটা আমার।’

Azmeri

আজ রোববার (৩ জুলাই) গত বছর আন্দোলনের সময় সমাবেশে দেওয়া বক্তব্যটি নিজের ফেসবুকে শেয়ার করেছেন বাঁধন। 

বলে রাখা ভালো, আন্দোলনের পর বিভিন্ন সময় দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করতে দেখা গেছে অভিনেত্রীকে।  

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর